Barak UpdatesBreaking News
বেতন না পেয়ে বিএসএনএল ঠিকা শ্রমিকরা আন্দোলনে
১৯ ডিসেম্বর : দীর্ঘদিন থেকে বেতন না পেয়ে এ বার আন্দোলনে নামলেন বিএসএনএল ঠিকা শ্রমিকরা। বুধবার শিলচর বিএসএনএল কার্যালয়ের সামনে ধর্নায় বসে কর্মীরা দাবি আদায়ে স্লোগান তোলেন। মূলত এ দিন আন্দোলনের নেতৃত্ব দেয় সিটু অনুমোদিত সারা কাছাড় অসংগঠিত কর্মী ইউনিয়ন।
সভাপতি লিটন বিশ্বাস এ দিন বলেন, বেতন না পেয়ে শ্রমিক ও কর্মচারীরা পরিবার প্রতিপালন করতে পারছেন না। তাঁরা দাবি জানান, সব ছাটাই ঠিকা শ্রমিকদের অবিলম্বে কাজে পুনর্বহাল করতে হবে। বেতন না দিয়ে শ্রমিক ছাটাই করা চলবে না। বেতনের পাশাপাশি ভিডিএ-র টাকা, বোনাস, ক্যান্টিন অ্যালাউন্স দিতে হবে। আন্দোলনকারীরা মাসিক বেতন নিয়মিতভাবে প্রদানের দাবিও জানান।
লিটন বলেন, এ নিয়ে তাঁরা কয়েকবার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি আরও জানান, লেবার কমিশনারের উপস্থিতিতে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, তাও পালন করেনি বিভাগ। তিনি হুমকি ছুড়ে দিয়ে বলেছেন, এই একদিনের কর্মবিরতির পর বিভাগ কোনও ব্যবস্থা না নিলে ফের বড় ধরনের আন্দোলনের পথে পা বাড়াতে তাঁরা বাধ্য হবেন।