Barak UpdatesBreaking News
বিসর্জনঘাটে থাকা পরিত্যক্ত মূর্তিগুলো বরাক নদীতে ফেলল ছন্দনীড়
২৩ সেপ্টেম্বর : শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড় স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল। শহরের সদরঘাট এলাকার বিসর্জনঘাটের আশপাশে পরিত্যক্ত অবস্থায় রাখা দেবদেবীর মূর্তিগুলো সংগ্রহ করে বরাক নদীতে বিসর্জন করেছে সংস্থা। ঠেলা দিয়ে ছন্দনীড়ের সদস্যরা এ দিন প্রায় ৬০টি মূর্তি বিসর্জন করেছেন।
ছন্দনীড়ের সাধারণ সম্পাদক ভাস্কর দাস বলেন, হিন্দু সনাতন ধর্মের ভাবধারায় মানুষ মূর্তি গড়ে পুজো করেন ঠিকই, কিন্তু পুজোর পর এই মূর্তিগুলো যেখানে সেখানে দায়সারাভাবে ফেলে রাখা হয়।
দিনের পর দিন মূর্তিগুলো এভাবে থাকতে থাকতে অস্বচ্ছ বাতাবরণ সৃষ্টি করে। পূজিত হওয়ার পর এই মূর্তিগুলো বরাক নদীতে বিসর্জন করে সমাজের কাছে একটি বার্তা তুলে ধরতে চেয়েছেন তিনি। ছন্দনীড়ের পক্ষ থেকেও পুজো আয়োজকদের এ বিষয়ে খেয়াল রাখার অনুরোধ জানানো হয়েছে।