Barak UpdatesCultureBreaking News
বিশ্ব সঙ্গীত দিবসে ৭ বর্ষীয়ান শিল্পীকে সম্মান জানাল ছন্দনীড়
২২ জুন : পূর্বসূরীদের শ্রদ্ধা নিবেদন করে একটু অন্যভাবে বিশ্ব সঙ্গীত দিবস পালন করল ছন্দনীড়। শুক্রবার বিকেলে শিলচরের একটি হোটেলে ছন্দনীড় সম্মান জানিয়েছে ৫ সংগীত ব্যক্তিত্বকে। এদের মধ্যে ছিলেন সংগীত শিল্পী দীপক ভট্টাচার্য ও গোপীকান্ত সিংহ, তবলাবাদক ভাস্কর চৌধুরী, নৃত্যশিল্পী শিবানী চক্রবর্তী এবং সেতার বাদক রতন বিশ্বাস। ছন্দনীড়ের সদস্য সদস্যরা এই শিল্পীদের হাতে মানপত্র ও সরস্বতী মূর্তি তুলে দিয়েছেন।
সম্মান গ্রহণ করে এই শিল্পীদের মধ্যে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। বক্তব্য রাখেন ভাস্কর চৌধুরী, দীপক ভট্টাচার্য ও গোপীকান্ত সিনহা। এরা প্রত্যেকেই ছন্দনীড়ের এই উদ্যোগকে স্বাগত জানান। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই এ দিন সবার অনুরোধে একটি গানের কলি শোনান বিশিষ্ট শিল্পী তথা সংগীত শিক্ষক দীপক ভট্টাচার্য। তাঁকে তবলায় সহযোগিতা করেন ভাস্কর চৌধুরী। এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিবানী চক্রবর্তী।
এ দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ছন্দনীড়ের সম্পাদক ভাস্কর দাস বলেছেন, তাদের সংস্থা সবসময়ই ব্যতিক্রমী কিছু করার চিন্তাভাবনা করে। সেই ভাবনা থেকেই এ বার সংগীত দিবসে বর্ষীয়ান শিল্পীদের সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এ দিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সীমান্ত ভট্টাচার্য্য, শান্তনু সেনগুপ্ত, ডাঃ গোবিন্দ চক্রবর্তী, সমর দেব, দীপক নাথ প্রমুখ। এদিকে এ দিন অনুষ্ঠানের শেষে শিলচরের বর্ষীয়ান সংগীত শিল্পী আনন্দময়ী ভট্টাচার্যকে তাঁর বাড়িতে গিয়ে সবাই সম্মান প্রদর্শন করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শিল্পী চেংকং কাবুই অনুষ্ঠানে আসার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তাঁকেও বাড়িতে গিয়ে ছন্দনীড় সম্মান জানাবে।