Barak UpdatesAnalyticsBreaking News

বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পোৰ্টাল খুলছে ২৯ মে

ওয়ে টু বরাক, ২৬ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ‘অ্যাডমিশন পোৰ্টাল’ চালু হচ্ছে আগামী ২৯ মে৷ এই পোৰ্টালে বিভিন্ন কোৰ্সে ভৰ্তির জন্য আবেদন করা যাবে আগামী ১৬ জুন পৰ্যন্ত৷ ১৮ জুন থেকে শুরু হবে বিভিন্ন বিভাগে আবেদনপত্ৰ যাচাইয়ের কাজ৷ এরপর ২৪ জুন প্ৰথম মেধা তালিকা প্ৰকাশ করা হবে৷ এই তালিকা থেকে স্নাতক ও সুসংহত পাঠ্যক্রমে ভৰ্তির তারিখ ২৭ জুন৷

দ্বিতীয় মেধা তালিকা প্ৰকাশ করা হবে ১ জুলাই৷ এ ক্ষেত্ৰে ভৰ্তির তারিখ ৪ জুলাই৷ এ ছাড়া প্ৰয়োজন হলে ১০ জুলাই স্পট অ্যাডমিশনেরও সুবিধা থাকছে৷ ১১ জুলাই থেকে ক্লাস শুরু হবে৷ যেসব কোৰ্সে ভৰ্তি হওয়া যাবে তারমধ্যে রয়েছে বিফাৰ্মা, ইন্টিগ্ৰেটেড এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইন্টিগ্ৰেটেড এমএসডব্ল্যু, বিএএলএলবি, বিএসসিবিএড, বিপিএ (ব্যাচেলর অব পারফৰ্মিং আৰ্টস) ও বিভিএ (ব্যাচেলর অব ভিজ্যুয়াল আৰ্টস)৷ এ সংক্রান্ত বিস্তৃত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে৷

প্ৰসঙ্গত, এ বছর ভৰ্তির ক্ষেত্ৰে কমন ইউনিভাৰ্সিটি এন্ট্ৰান্স টেস্ট (সিইউইটি) বাধ্যতামূলক থাকছে না৷ এক প্ৰেস বিবৃতিতে এখবর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মানবেন্দ্ৰ দত্তচৌধুরী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker