Barak UpdatesBreaking News
বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দ কেন্দ্র, শিলান্যাসের কথা জানতেনই না উপাচার্য, রেজিস্ট্রারVivekananda Centre at Assam University, VC & Registrar not informed about laying of foundation stone
২ মার্চঃ আসাম বিশ্ববিদ্যালয়ের জমিতে বিবেকানন্দ গবেষণা কেন্দ্র করছে রাজ্য সরকার। শনিবার শিলচর শহরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে বসে এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উপাচার্য দিলীপচন্দ্র নাথ ও রেজিস্ট্রার সঞ্জীব ভট্টাচার্য অনুষ্ঠানে থাকলেও তাঁদের মঞ্চে ডাকা হয়নি। এমনকী, দর্শকাসনেও তাঁদের জন্য কোনও চেয়ার বরাদ্দ ছিল না।
উপাচার্য পরে বললেন, ‘চেয়ারের কথা ছেড়ে দিন। শিলান্যাসের কথাই তো জানানো হয়নি। শুক্রবার পত্রিকা পড়ে জেলাশাসককে ফোন করি। গবেষণা কেন্দ্রে আমাদের ভূমিকা স্পষ্ট নয় বলে দুজনেই গিয়েছিলাম।’ সভাশেষে যে সব কিছু স্পষ্ট হয়েছে, তাও বলতে পারলেন না উপাচার্য দিলীপচন্দ্র নাথ। মুখ্যমন্ত্রী অবশ্য তাঁর বক্তৃতায় জানান, বিবেকানন্দকে জানতে দেশ-বিদেশ থেকে এই কেন্দ্রে আসবেন গবেষকরা। প্রথম পর্যায়ে এ জন্য ১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।