India & World UpdatesCultureBreaking News
বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮২ বছর। জানুয়ারি মাসের প্রথম দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে তাঁর শরীর ভাল যাচ্ছিল না। অবশেষে শনিবার সকাল ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘আমি বাংলায় গান গাই’ এর মতো একাধিক কালজয়ী গানের স্রষ্টা। গায়কের ইচ্ছে অনুযায়ী দেহ মরণোত্তর দান করা হয়।
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম প্রতুলের। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে এপার বাংলায় চলে আসেন তিনি।
জীবনের প্রথম অ্যালবাম ‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮)। তবে সেটি একক অ্যালবাম নয়। অন্য শিল্পীদের সঙ্গে মিলে কাজ করতে হয়েছিল। এরপর ১৯৯৪ সালে ‘যেতে হবে’ প্রতুলের প্রথম একক অ্যালবাম। শেষ অ্যালবাম ‘ভোর’ (২০২২)। সেখানে সংকলিত হয়েছিল শিল্পীর অপ্রকাশিত গানগুলি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ ছাড়াও ‘আলু বেচো’, ‘ছোকরা চাঁদ’, ‘তোমার কি কোনও তুলনা হয়’, ‘সেই মেয়েটি’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’-এর মতো গানও শ্রোতার মন জিতেছে বারবার।