Barak Updates

বিমানবন্দরে সোনার বিস্কুট উদ্ধার, ধৃত ৩

মলদ্বারে সোনার বিস্কুট লুকিয়ে বিমানে চড়তে গিয়ে ধরা পড়ল ৩ যাত্রী। গতকাল শিলচরে, আজ গুয়াহাটিতে। শিলচরে ধৃতদের নাম বরকত খান ও রাজেন্দ্র শ্রীবার। গুয়াহাটিতে ধরা পড়ে ডিকে নন্দিগিরি নামে এক যাত্রী। দুই জায়গাতেই গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সিআইএসএফ-কে নিয়ে কাস্টমস কর্তারা তাদের আটক করেন। বিমানবন্দরের রুটিন পরীক্ষায় কারও দেহে কোনও ধাতব সামগ্রী ধরা পড়েনি। পরে টানা জেরা ও বিশেষ পরীক্ষায় মলদ্বার থেকে বেরিয়ে আসে একের পর এক সোনার বিস্কুট। শিলচরে ১০টি বিস্কুটে ছিল ১ কিলোগ্রাম ৬০০ গ্রাম সোনা। গুয়াহাটিতে ৪০০ গ্রাম। সব মিলিয়ে বাজারমূল্য ৬০ লক্ষ টাকা। বরকত ও রাজেন্দ্র জানায়, এগুলি তারা ইম্ফল থেকে নিয়ে আসে। দিল্লি পৌঁছে হাতবদল হতো। অন্যদিকে নন্দিগিরির গন্তব্য ছিল মুম্বই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker