NE UpdatesAnalyticsBreaking News
বিমানবন্দরে নথি পূরণে নয়া অ্যাপ আসাম সরকারের
২৫ সেপ্টেম্বর : বিমান যাত্রীদের জন্য নতুন একটি অ্যাপ চালু করল আসাম সরকার। এই নতুন অ্যাপটি থাকলে যাত্রীরা আগে থেকেই নির্দিষ্ট ফর্ম পূরণ করে নিয়ে আসতে পারবেন। শনিবার থেকে এই অ্যাপটি চালু করা হবে। শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, একজন বিমান যাত্রীকে বিমানবন্দরে অনেক ফর্ম পূরণ করতে হয়। এতে সামাজিক দূরত্বের বিধি মেনে চলার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। এ জন্যই visitassam.org নামে অ্যাপটি চালু করা হয়েছে। বিমানবন্দরে যেসব ফর্ম যাত্রীদের পূরণ করতে হয়, এই অ্যাপে সেগুলো পাওয়া যাবে। কোনও যাত্রী আগে থেকে তা পূরণ করে নিয়ে এলে বিমানবন্দরে তা শুধু দেখিয়ে দিলেই চলবে। ফর্মের নমুনা ডাউনলোড করে হার্ডকপিও জমা দেওয়া যেতে পারে। এতে অনেকটাই সময় বেঁচে যাবে। বিমানযাত্রীদের এই সুবিধা নেওয়ার জন্য অনুরোধ জানান মন্ত্রী হিমন্তবিশ্ব।