Barak UpdatesBreaking News
বিধায়ক পত্নী হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারপার্সন !
হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারপার্সন পদটি মহিলা সংরক্ষিত। এআইইউডিএফ ইতিমধ্যে যে ৫টি আসনে জয়ী হয়েছে, তার মধ্যে অন্য বিজয়ী মহিলা হচ্ছেন রাঙ্গাউটি-নিতাইনগর জেলা পরিষদ আসনের বিজয়ী প্রার্থী ফারহানা বেগম চৌধুরী। তিনি আবার একসময়ের কংগ্রেসি। এ বার কংগ্রেস তাঁকে টিকিট না দেওয়ায় তিনি এআইইউডিএফে যোগ দিয়ে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে দলে নতুন এসে চেয়ারপার্সন পদ পাওয়া তাঁর ক্ষেত্রে খুব একটা সহজ নয়। সেজন্য বিধায়ক পত্নী যে হাইলাকান্দি জেলা পরিষদের নতুন চেয়ারপার্সন হবেন, তা প্রায় পাকা।
ভাইস চেয়ারম্যান হিসেবে এখন দুটি নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে। একজন নুরুল ইসলাম লস্কর, অন্যজন সইদুল ইসলাম। এই দুজন জয়ী হয়েছেন যথাক্রমে আলগাপুর-মোহনপুর এবং আয়নাখাল-নিশ্চিন্তপুর জেলা পরিষদ আসন থেকে। তবে দলের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী রবিবার গুয়াহাটিতে দলীয় হাইকমান্ডের জরুরী বৈঠকের পরই চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান কে হচ্ছেন, তা চূড়ান্ত হবে।