Barak UpdatesBreaking News
বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু : খবরের স্পষ্টীকরণ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
১৯ জুন : আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতকর্মী মিঠুন রায়ের মৃত্যুর কারণ অনুসন্ধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করেই বিদ্যুতস্পৃষ্ট ব্যক্তিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ মর্মে গত ১৪ জুন ওয়ে টু বরাকে প্রকাশিত খবরে ত্রুটি থাকার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ওই খবরে হেলথ সেন্টার নিয়ে যেসব কথা উল্লেখ করা হয়েছে, তা সত্য নয়।
এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিক্যাল অফিসার দর্শনা পাটোয়ার কাছ থেকে লিখিত রিপোর্ট পেয়ে তিনি জানতে পেরেছেন, ওইদিন মিঠুন রায়কে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে যেমন মেডিক্যাল পাঠানো হয়েছে, তেমনি মেডিক্যালে যাওয়ার পর একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, ঠিকাভিত্তিক এক কোম্পানির ইলেক্ট্রিশিয়ান মিঠুন রায়ের এই আকস্মিক মৃত্যুর ঘটনা খুবই পীড়াদায়ক। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টারের কোনও ত্রুটি ছিল না। মিঠুন রায়ের মৃত্যুতে সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।