India & World UpdatesAnalytics
বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র
৫ মে: করোনা মহামারি ও লকডাউনের দরুণ বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নিচ্ছে সরকার। তবে একসঙ্গে নয়, পর্যায়ক্রমে আনা হবে তাঁদের। বিশেষ বিমান সহ জাহাজের ব্যবস্থা থাকবে এর জন্য। একটি নির্দিষ্ট প্রোটোকল মেনেই চলবে এই প্রক্রিয়া। ৭ মে থেকেই শুরু হয়ে যেতে পারে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া। তবে অর্থের বিনিময়ে এই সুবিধা পাবেন এই ভারতীয়রা। এমনটাই জানা গেছে সরকারি সূত্রে।
সূত্রটি আরও জানিয়েছে, কাজের জন্য বা পড়াশোনা করতে গিয়ে বিদেশে যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের তালিকা তৈরি করছে ভারতীয় দূতাবাস ও হাই কমিশন। তাছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক প্রকাশিত স্বাস্থ্যবিধি মেনেই চলবে এই পরিষেবা। শীঘ্রই নিজস্ব ওয়েবসাইটে এই নিয়ে বিজ্ঞপ্তি পেশ করবে বিদেশ মন্ত্রক ও অসামরিক বিমান চলাচল মন্ত্রক।