Barak UpdatesAnalyticsBreaking News
বিজ্ঞানে রাজ্যের গড় হিসেব থেকেও পাশের হার বেশি কাছাড়ে
ওয়ে টু বরাক, ৬ জুন ঃ কোনও ধরনের আগাম ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। পাশের হারে সবথেকে এগিয়ে বিজ্ঞান শাখা। এই শাখায় পাশের হার ৮৪.৯৬ শতাংশ। এরপরেই স্থান বাণিজ্য শাখার, পাশের হার ৭৯.৫৭ শতাংশ। আর কলা বিভাগে এ বছর পাশের হার ৭০.১২ শতাংশ।
বিজ্ঞান শাখায় কাছাড় জেলায়ও ফল যথেষ্ট ভাল। রাজ্যের গড় পাশের হার থেকেও কাছাড়ে বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হার বেশি, ৮৫.৪৬ শতাংশ। করিমগঞ্জে বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হার ৮১.০২ শতাংশ। তবে হাইলাকান্দিতে উত্তীর্ণের হার যথেষ্ট কম, ৬৯.০১ শতাংশ। এ বার বাণিজ্য শাখায়ও সবথেকে বেশি পাশের হার কাছাড়ে, ৭৯.৬২ শতাংশ। হাইলাকান্দি উত্তীর্ণের হারে করিমগঞ্জ থেকে সামান্য বেশি, ৭০.২৫ শতাংশ। করিমগঞ্জে বাণিজ্য শাখায় পাশের হার ৬৯.০৪ শতাংশ। কলা শাখায় বরাকের তিন জেলার মধ্যে উত্তীর্ণের হারে সবথেকে এগিয়ে রয়েছে করিমগঞ্জ, এই হার ৭১.৩৫ শতাংশ। দ্বিতীয় স্থানে হাইলাকান্দি। এই জেলায় কলা শাখায় উত্তীর্ণের হার ৬০.৬২ শতাংশ। কাছাড় জেলায় কলা বিভাগে উত্তীর্ণের হার ৫৩.৯২ শতাংশ।