India & World UpdatesAnalyticsBreaking News
বিজেপি সভাপতি পদে নাড্ডার মেয়াদ বাড়ল আরও এক বছর
নতুনদিল্লি, ১৭ জানুয়ারি : ভারতীয় জনতা পার্টির সভাপতি পদে আরও একবছর মেয়াদ বাড়ল জেপি নাড্ডার। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত তিনিই বিজেপি’র সর্বভারতীয় সভাপতি থাকছেন। মঙ্গলবার দেশের রাজধানী নতুন দিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাড্ডার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের খবর এ দিন সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জগৎ প্রকাশ নাড্ডা বিজেপি’র সভাপতি পদে বসেছিলেন ২০২০ সালের ২০ জানুয়ারি। তাঁরই সভাপতিত্বে দল কোভিড প্যানডেমিক পর্ব কাটিয়েছে। বিজেপি’র অভ্যন্তরে একাংশের বক্তব্য, অতিমারি চলাকালীন বিজেপি যে ত্রাণ কার্যক্রম চালিয়েছিল ও পদক্ষেপ করেছিল, তাতে বড় ভূমিকা পালন করেছিলেন নাড্ডা। দল তাঁকে নিয়ে খুশি।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ হন। শাহ দলের সর্বভারতীয় সভাপতি পদ ছাড়ায়, নাড্ডাকে ওই পদে বসানো হয়েছিল। প্রথমে তাঁকে দলের কার্যকরী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল, এরপর দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে তাঁর মেয়াদ পূর্ণকালীন হিসেবে তিন বছর বাড়ানো হয়। সেই মেয়াদ চলতি বছরে উত্তীর্ণ হতে চলায়, তাঁকে আরও একবছরের জন্য দলের সর্বভারতীয় সভাপতি পদে রেখে দেওয়া হচ্ছে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে নেতৃত্বে বদল আনতে রাজি নয় বিজেপি।