India & World UpdatesAnalyticsBreaking News
বিজেপি ছেড়ে ফের তৃণমূলেই মুকুল ! আজই যোগ দেওয়ার সম্ভাবনা
১১ জুন : গত কয়েকদিন থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। বিজেপি থেকে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হলেও দলের কোনও সাংগঠনিক বৈঠকে মুকুল রায় যোগ দেননি। ফলে তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। এমনকি ভোটের সময়ও তৃণমূল নেত্রীকে নিয়ে তিনি কিছু বলেননি। মমতাও মুকুল সম্পর্কে অনেকটাই সহানুভূতিশীল ছিলেন। সেই সম্পর্কেরই আজ পরিণাম মিলতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী, আজ শুক্রবারই সপুত্র মুকুল রায় তৃণমূলে যোগ দিতে যাচ্ছেন। তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে মুকুল এবং শুভ্রাংশু রায়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা। ইতিমধ্যেই তৃণমূল ভবনের উদ্দেশে রওনা দিলেন তিনি। সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে সোজা তৃণমূল ভবনের দিকে যাচ্ছেন। দুপুর ২.৪৫ থেকে ৩ টের মধ্যে তৃণমূলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ফিরতে চলেছেন মুকুল রায়।
জানা গেছে, দুপুর ৩ টের সময় তৃণমূলের সাংগঠনিক বৈঠক রয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গেই আলোচনা করবেন তৃণমূল নেত্রী। এরপরই মমতা সাংবাদিক বৈঠক করে মুকুল রায়ের ঘর ওয়াপসির কথা জানাতে পারেন।