Barak UpdatesBreaking News

বিজেপির বাজিমাত : করিমগঞ্জ পুরসভায় চেয়ারপার্সন অঞ্জনা, ভাইস চেয়ারম্যান যিশুকৃষ্ণ
BJP captures Karimganj Municipality, new Chairperson Anjana

৯ সেপ্টেম্বর : সোমবার কংগ্রেসের ডাকা ভারত বনধের মধ্যেই করিমগঞ্জ পুরসভা দখলের স্বাদ পেলো বিজেপি। বৃহস্পতিবার আস্থাভোটে জয়ী হয়েছিল বিজেপি, আর আজ পুর সভানেত্রী ও ঊপ-পুরপতি নির্বাচনে বিনাযুদ্ধেই জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল। করিমগঞ্জ পুরসভার নতুন চেয়ারপার্সন হয়েছেন অঞ্জনা রায় এবং ভাইস চেয়ারম্যান হলেন যিশুকৃষ্ণ রায়।

আজ দুপুর থেকেই এ নিয়ে তোড়জোড় শুরু হয়। এডিসি রঞ্জিত কুমার লস্কর ও পুরসভার এক্সিকিউটিভ অফিসার এ এন আংবামথু উপস্থিত হন পুরসভা ভবনে। বিজেপি কমিশনাররা বিশাল সমর্থক নিয়ে আসেন। একইভাবে কংগ্রেসের ৭ কমিশনারও হাজির হন কার্যালয়ে। কিন্তু কংগ্রেস কমিশনাররা দুটি আসনের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি না হওয়ায় নির্বাচন সম্পন্ন করাতে বেশি সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষ পুর সভানেত্রী পদে অঞ্জনা রায় ও উপ-পুরপতি পদে যিশুকৃষ্ণ রায়ের নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পরই বিজেপি কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

এ দিকে, তড়িঘড়ি আজই বিকেল ৫টা নাগাদ জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে পুরসভার নতুন দুই পদাধিকারীকে শপথবাক্য পাঠ করান জেলাশাসক প্রদীপকুমার তালুকদার। তাঁদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কীভাবে করিমগঞ্জ পুরসভা এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিজেপির নেতৃত্বে করিমগঞ্জ শহরের উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নবনিযুক্ত দুই নেতা-নেত্রী আন্তরিকভাবে শহরের উন্নয়নে সচেষ্ট হবেন বলে অঙ্গীকার করেন। পরে তাঁরা পুরসভা ভবনে গিয়ে এক্সিকিউটিভ অফিসার আংবামথুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরে নতুন দুই পদাধিকারীকে নিয়ে বিজেপি কর্মী ও সমর্থকরা শহরে এক বিজয় মিছিল বের করেন। বাজি পটকা ফাটিয়ে এই মিছিলে তাঁরা উল্লাস ব্যক্ত করেন।

September 10: In the midst of Bharat Bandh called by the Congress, Karimganj Municipal Board (KMB) witnessed the change of guard. On last Thursday, BJP won the no-confidence motion and today the posts of Chairperson and Vice Chairperson of KMB went to BJP as both Anjana Roy & Jishukrishna Roy were elected unopposed to these two posts respectively.

Today in the afternoon the process of electing the Chairperson and Vice Chairperson of KMB started in the presence of ADC Ranjit Kumar Laskar and N. Anbamathu, Executive Officer of KMB. The entire BJP camp was in great jubiliation. They came with a long queue of supporters. The 7 Commissioners of the Congress were also present there. However, as the Congress did not contest in any of the posts, so the process of election was over very soon. After completing the official procedure, the names of Anjana Roy & Jishukrishna Roy were declared to be the Chairperson and Vice Chairperson of KMB officially.

Meanwhile, in a hurried manner both of them took oath today evening in the conference hall of the Deputy Commissioner, Karimganj. Congratulating them, Pradip Kumar Taluqdar, DC Karimganj said that both of them should devote themselves to beutify the entire town. Later on they went to the KMB and took over charge from the Executive Officer N. Anbamathu. In the late evening, a rally was taken out in Karimganj town in the presence of Anjana Roy & Jishukrishna Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker