NE UpdatesAnalyticsBreaking News
বিজেপিকে ভোট দেবেন না, বড়োল্যান্ডের বাঙালিদের বললেন দত্তরায়
১৯ নভেম্বর: বড়োল্যান্ড নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন না৷ সেখানকার বাঙালি ভোটারদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি, আইনজীবী প্রদীপ দত্তরায়৷ তিনি বলেন, বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী দল। তাছাড়া বাঙালিদের সঙ্গে বড়োদের একটা সম্পর্ক রয়েছে। তা আজকের নয়। ১৯৮৭ সালে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলাকালীন বড়োল্যান্ডের ছাত্রনেতা উপেন ব্রহ্মের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল আকসা-র ।সেই সময় যৌথ সিদ্ধান্ত হয়েছিল বরাকের মানুষ বড়োল্যান্ড কাউন্সিলকে সমর্থন করবে আর তারা বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে সমর্থন জানাবে । সেই অনুযায়ী কাজ হয়েছিল৷
উপেন ব্রহ্মের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্কের উল্লেখ করে প্রদীপবাবু বলেন, সেই থেকে বড়োল্যান্ডের বাঙালিরা নিরাপদে বসবাস করে আসছেন । আজ পর্যন্ত বড়োল্যান্ডে কোনও বাঙালি হেনস্থা বা অত্যাচারিত হওয়ার খবর নেই৷ তাই সেখানকার বাঙালিদের কাছে তাঁর অনুরোধ, বিটিসি নির্বাচনে একটি ভোটও বিজেপিকে দিয়ে নষ্ট করবেন না । বড়োল্যান্ডের যে স্থানীয় দল রয়েছে তাদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। দত্তরায়ের অভিযোগ, বিজেপি চক্রান্ত করে গোটা বড়োল্যান্ড দখল করতে চাইছে।
তিনি বলেন, বরাক উপত্যকায় ১৯৬১ সালে ভাষা আন্দোলনে যে ১১ জন শহিদ হয়েছিলেন তাদের স্মৃতিতে ভাষাশহিদ স্টেশন নামাকরণের জন্য কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেওয়ার পরও রাজ্য সরকার তা আটকে দিয়েছে। এছাড়া, রাজ্য জুড়েই কোনও বাঙালির সরকারি চাকরি হচ্ছে না । সম্প্রতি ৫ হাজার টেট শিক্ষক নিযুক্ত হয়েছে, বরাক উপত্যকা থেকে পেয়েছে মাত্র ২৫ জন। স্বাস্থ্য বিভাগে ৩০০ জন নার্স নিযুক্ত হয়েছে, বরাক উপত্যকা থেকে একজনও পায়নি । কৃষি বিভাগের ১৬৭ জন নিযুক্ত হয়েছে, বরাকে একজনও পায়নি । এই বিজেপি সরকারের আমলে বাঙালিদের সঙ্গে বঞ্চনার ইতিহাস সৃষ্টি হয়ে গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবেন। কিন্তু ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া তো দূরের কথা, কেন্দ্রীয় সরকারের টাকায় অসমে আরও নতুন করে ডিটেনশন ক্যাম্প গড়ে উঠছে । এছাড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন অসমের দুটি পেপার মিল চালু করে দেবেন, কিন্তু আজও তা চালু হয়নি । অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন মহাসড়কের কাজ আজ পর্যন্ত শেষ হয়নি । এভাবে বিভিন্নভাবে বাঙালিদের সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে বিজেপি । তাই বড়োল্যান্ড এলাকার সমস্ত বাঙালিদের উদ্দেশ্যে তাঁর অনুরোধ, বিজেপিকে একটি ভোটও দেবেন না।