Barak UpdatesAnalyticsBreaking News
বিজিৎকুমার ভট্টাচার্যের প্রয়াণে বাংলা সাহিত্য সভা অসম-এর শোক
ওয়ে টু বরাক, ২৮ সেপ্টেম্বর ঃ বরাক উপত্যকার বিশিষ্ট কবি-সাহিত্যিক এবং ‘সাহিত্য’ পত্রিকার সম্পাদক, শিক্ষাবিদ বিজিৎকুমার ভট্টাচার্যের প্রয়াণে “বাংলা সাহিত্য সভা অসম”-এর তরফে গভীর শোক প্রকাশ করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে সভার সভাপতি খগেনচন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী বলেন, শুধু বরাক, ব্রহ্মপুত্র বা উত্তরপূর্ব নয়, সমগ্র বাংলা সাহিত্য ভুবনে বিজিৎকুমার ভট্টাচার্য এক স্মরণীয় নাম। হাইলাকান্দির মতো অঞ্চলে বসে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে “সাহিত্য” নামক একটি উৎকৃষ্ট ছোট পত্রিকা সম্পাদনা করে গেছেন। এই অঞ্চলের সাহিত্যচর্চায় এ এক অবিস্মরণীয় ঘটনা।
তাঁর মৃত্যুতে সামগ্রিকভাবে অসম গোটা উত্তর পূর্বাঞ্চলের বাংলা সাহিত্যচর্চার এক অপূরণীয় ক্ষতি হল। “বাংলা সাহিত্য সভা, অসম” গভীর শোক জ্ঞাপন করে এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে। উল্লেখ্য, কলকাতার একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন বিজিতবাবু। বুধবার দুপুরে তাঁর দেহাবসান ঘটে।