India & World Updates
বালাকোটের পাহাড়ে জঙ্গি ঘাঁটিতে হামলাঃ বিদেশ সচিব
২৬ ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেবার খবরে ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, সাধারণ মানুষের সুরক্ষার জন্যই এই হামলার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, বালাকোটের জয়েশ-ই-মহম্মদের যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেটি জয়েশ প্রধান মাসুদ আজহারের শ্যালক মওলানা ইউসুফ আজহার পরিচালনা করত। তিনি জানান, বালাকোটে জনবসতি এলাকা থেকে দূরে গভীর জঙ্গলে এই জঙ্গি ঘাটিতে হামলা চালানো হয়েছে। এই হামলা একটি স্বতপ্রণোদিত পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনা প্রধান বিপিন রাওয়াত ও বিমান বাহিনীর প্রধান বি এস ধানোয়া পাক অধিকৃত কাশ্মীরে এই বিমান হামলার পর সীমান্তের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছেন। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে এক বৈঠক ডেকেছেন। সংবাদ সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এ ব্যাপারে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিকে বিষয়টি অবগত করেছেন। সংবাদ সংস্থার একটি সূত্র জানিয়েছে, ভারতের এই বিমান হামলায় কমপক্ষে ৩০০ জন জঙ্গি মারা পড়েছে।
পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর দাবি করেছেন, ‘‘সঠিক সময়ে উপযুক্ত জবাব দিয়েছে পাক বায়ুসেনাও। কোনও ক্ষয়ক্ষতি হয়নি’’। পাক সেনার প্রত্যুত্তরের পরই ভারতীয় বিমানটি ফিরে যায় বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার শেষ রাত সাড়ে তিনটা নাগাদ ভারতীয় বিমান বাহিনীর ২০০০ ফাইটার জেট আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জঙ্গিদের একটি ডেরা সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে। এর আগে টুইট করে গাফুর লেখেন, ‘মুজাফরবাদ সেক্টরে ঢুকে পড়ে ভারতীয় যুদ্ধ বিমান। জবাবি আক্রমণে ফিরে যায় ভারতীয় যুদ্ধ বিমান।’