Barak UpdatesSportsBreaking News
বাকস মিডিয়া ক্রিকেটের ফাইনালে করিমগঞ্জের মুখোমুখি মলিন শর্মা খবর হিরোজ
ওয়ে টু বরাক, ৪ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার চলতি বছরের মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে উঠল করিমগঞ্জ মিডিয়া চ্যালেঞ্জার্স ও মলিন শর্মা খবর হিরোজ। আগামীকাল রবিবার শিলচর ডিএসএ স্টেডিয়ামে দিনরাতের ফাইনালে মুখোমুখি হবে এই দুটি দল। ফাইনাল হবে কুড়ি ওভারে। ফ্লাড লাইটের আলোয় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
শনিবার সকালে প্রথম সেমি ফাইনালে করিমগঞ্জ মিডিয়া চ্যালেঞ্জার্স ৯ উইকেটে হারিয়ে দিয়েছে শিবদুর্গা মিডিয়া প্যান্থার্সকে। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে শিবদুর্গা ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান করে। কোনও খেলোয়াড়ই ভাল রান করতে পারেননি। দেবাশিস দাস ২১ ও শিবাশিস ভট্টাচার্যের ১৫ রান ছাড়া আর কোনও খেলোয়াড়ই দু অঙ্কে পৌছতে পারেননি। অভিজিত পাল ও আমিরুল সিদ্দিকী ৩টি করে উইকেট পেয়েছেন। বিপরীতে খেলতে নেমে করিমগঞ্জ দল মাত্র ৮.২ ওভার খেলে ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের অধিনায়ক ৩০ বল খেলে ৫০ রান করেছেন। নবেন্দু মালাকার ১৯ বল খেলে করেন ১৬ রান। একমাত্র উইকেটটি পান শিবম দত্ত।
প্রথম সেমি ফাইনাল অনেকটা একতরফা হলেও এ দিন দ্বিতীয় সেমি ফাইনাল বেশ রোমাঞ্চকর ছিল। এতে মলিন শর্মা খবর হিরোজ ২০ রানে হারিয়ে দেয় হাইলাকান্দি নিউজ রকার্ডকে। প্রথমে ব্যাটিং করতে নেমে মলিন শর্মা খবর হিরোজ ১৫ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে। সেরাদের মধ্যে অনির্বাণ রায় চৌধুরী ৩২ বল খেলে করেন ৫২। বিশাল দাস করেছেন ৩১ বলে ৩৬ রান। পিন্টু শুক্লবৈদ্য ৩৬ রান দিয়ে ৩টি উইকেট সংগ্রহ করেছেন।
বিপরীতে হাইলাকান্দি দল খেলতে নেমে ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রানে থেমে যায়। দলের পক্ষে মনদীপ মালাকার ২৫ ও নীলমণি চৌধুরী ১৯ রান করেছেন। আহাদুল আহমেদ লস্কর ৩ উইকেট ও রাজু নাথ ২টি উইকেট ছিনিয়ে আনেন। এই ম্যাচে বিশাল দাসের বাউন্ডারি লাইনে তিনটি অনন্য ক্যাচ দলকে জয় এনে দিতে টার্নিং পয়েন্ট বলা যায়।