Barak UpdatesCulture
বাইশে শ্রাবণে সৃজনের শ্রদ্ধার্ঘ
৮ আগস্ট : দীর্ঘদিন পর ‘সৃজন’ পৃষ্ঠায় আয়োজন করা হল অনুষ্ঠান। কবিগুরুর মৃত্যুবার্ষিকীর প্রাক সন্ধ্যায় আয়োজন দেখে মনে হচ্ছিল যেন মঞ্চেই অনুষ্ঠান হচ্ছে।কবিগুরুর ছবির সামনে প্রায় দু ঘন্টা চললো অনুষ্ঠান,”দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলো’।
অনুষ্ঠানটি অনেক দিকেই অভিনব। সংগীতে ছিলেন নীলাঞ্জন পাল, অজপা ধর, নিবেদিতা সেনগুপ্ত ও সুদীপ্তা সেনগুপ্ত। কবিগুরুর নিজের জীবনের নানা ঘটনা, তাঁর জীবনে বারবার মৃত্যুর অভিজ্ঞতা, ছোট্টবেলা মায়ের মৃত্যু থেকে নিজের মৃত্যু পর্যন্ত নানা আঘাত ও সেই ঘটনা থেকে জাগ্রত তাঁর চেতনা, অনুভব, সংশয় ও অন্বেষণ সব যেমন ছিল, তেমনই ছিল তাঁর গভীর অনুভবের কিছু কবিতা,তাঁর বিশেষ কিছু গান। অসামান্য দক্ষতা নিয়ে সুদীপ্তা গ্রন্থনার কাজটি করেছেন এবং সব শিল্পীরা দারুণ পরিবেশনা করে অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে ঘরে বসে আজ যেভাবে এত সুন্দর একটি অনুষ্ঠান এই করোনাকালীন সময়ে সৃজন ফেসবুক গ্রুপ তাঁদের নিজেদের পৃষ্ঠায় উপহার দিলো, তা এক বিরল দৃষ্টান্ত হয়ে আগামীতে আমাদের সংস্কৃতি চর্চাকে আরও প্রসারিত করবে, এটুকু নিশ্চিতরূপে বলা যায়।
অজপা ধর ও নীলাঞ্জন পালের সাথে আরেকজন সংগীতশিল্পীর গান আজ দর্শকদের মুগ্ধ করেছে। তিনি নিবেদিতা সেনগুপ্ত, সুমিষ্ট কণ্ঠে দারুণ আবেদন নিয়ে গেয়েছেন তিনি। আর দরাজ কণ্ঠে নীলাঞ্জন রবীন্দ্র সংগীতের মাধুর্যে ভরিয়ে রেখেছেন গোটা অনুষ্ঠান। অজপা ধরের অপূর্ব নিবেদন সবার হৃদয় স্পর্শ করেছে। সুদীপ্তা তাঁর লেখা আলেখ্য পাঠ করছিলেন অসামান্য দক্ষতা নিয়ে, প্রতিটি গান ও কবিতার সাথে ঘটনাগুলি মিলে মিশে দর্শকদের এক অন্য জগতে নিয়ে গেল। ‘সুদীপ্তার কবিতা পাঠ এই আলেখ্যর এক অপূর্ব অঙ্গ ছিল। ‘সোনার তরী’ দিয়ে শুরু হয়ে “রূপ নারানের কুলে” পর্যন্ত প্রায় দুই ঘন্টা কবিগুরুর জীবন পরিক্রমা করে তাঁর ভাবনার সাথে একাকার হয়ে কিভাবে কাটল বোঝাই গেল না।
অনুষ্ঠানটি শেষ হলো এই কথা দিয়ে যে মৃত্যু অবধারিত কিন্তু প্রাণের জয়গান করার নামই জীবন। “আছে দুঃখ,আছে মৃত্যু” সবার কণ্ঠে একইসাথে শোনা গেল শেষে। অভাবনীয় সাড়া পেয়ে অনুষ্ঠানটি দারুণভাবে সফল।গান ও কবিতা চয়ন ছিল ব্যতিক্রমী। সবাই খুব প্রশংসা করেছেন এবং ‘সৃজন’ এর এই নুতনভাবে ফিরে আসায় সবার প্রত্যাশা অনেক বেড়ে গেছে। জন্মলগ্ন থেকেই ‘সৃজন’ অনেক নতুনকিছু করে দেখিয়েছে, ভবিষ্যতেও ‘সৃজন’ অভিনব প্রয়াস দিয়ে সবাইকে আনন্দ দেবে এমনটাই আশা করছেন সবাই।