Barak UpdatesBreaking News
বাইক মিছিলে ক্যানসার সচেতনতাBike rally taken out to spread cancer awareness
কেউ বেরিয়ে পড়লেন দল বেঁধে বাইক নিয়ে, কেউ করলেন নিজের এলাকায় সভার আয়োজন। মূল উদ্যোক্তা কাছাড় ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। তাদের প্রাঙ্গণ থেকেই বের হয় ৩০ বাইকের মিছিল। প্রথমে শ্রীকোণা ক্লাবে ক্যানসার রোগের ওপর সচেতনতা সভা হয়। সেখান থেকে বেরিয়ে সভা করে করে তাঁরা এগিয়ে যান কাটিগড়া, কালাইন, দিগরখাল, বিহাড়া, জারইতলা ও বড়খলায়। পরে বাইক নিয়ে সবাই ফিরে আসেন ক্যানসার হাসপাতাল চত্বরে। সবকটি সভায় বক্তব্য রাখেন হাসপাতালের ডিরেক্টর ডা. রবি কান্নান, অঙ্কো-সার্জন ডা. রীতেশ তাপখিরে, প্রশাসনিক অফিসার কল্যাণ চক্রবর্তী। ৭০ পেরনো কল্যাণবাবু কিছুদিন ধরে নিজে ক্যানসারে আক্রান্ত। সভাগুলিতে তিনি তাঁর এককালের ধূমপানের বদভ্যাসের জন্য আক্ষেপ ব্যক্ত করেন। ক্যানসার হাসপাতালের সঙ্গে জড়িত হয়ে অনেকদিন আগেই বদভ্যাস ছেড়ে দিয়েছেন বটে, কিন্তু তাঁর মনোকষ্ট, আরও আগে যদি নিজের মধ্যে ক্যানসার সচেতনতাকে কাজে লাগাতে পারতেন! নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি সবাইকে বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুটখা থেকে দূরে থাকতে আহ্বান জানান।
বিভিন্ন স্থানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজু দাস, পরিতোষ ধর, মোহম্মদ একলাস উদ্দিন, সুব্রত চক্রবর্তী, অজিত দাস, মণিলাল জায়গীরদার, সানি দাস, রিতম আয়ন, তপন রায় প্রমুখ। সবাই এক সুরে বলেন, ক্যানসার হওয়ার পরে আক্ষেপ নয়, আগে থেকেই সতর্ক হোন। তামাক থেকে দূরে থাকুন। ডা. কান্নান জোর দেন, পান চিবানোর বদভ্যাসের দরুন এই অঞ্চলের নারী-পুরুষদের মাত্রাতিরিক্ত হারে ক্যানসার বেড়ে চলেছে।