Barak UpdatesBreaking News

বাইক মিছিলে ক্যানসার সচেতনতা
Bike rally taken out to spread cancer awareness

২২ জানুয়ারিঃ ছুটির দিন মানে আলসেমি করে দিন কাটিয়ে দেওয়া নয়। বরং কিছু  মানুষের কাছে ছুটির দিন মানেই ভালো কাজে অধিক সময়  বিনিয়োগ। গত রবিবার তেমনই কিছু মানুষ জোট বেঁধেছিলেন ক্যানসার সচেতনতায় সময় দেওয়ার জন্য। তাঁরা শিলচর থাম্পার্স ক্লাব, হুইলস অব গ্রিনস ক্লাব, কাটিগড়া সিদ্ধেশ্বর প্রগতি সংঘ, কালাইন পিস ফাউন্ডেশন অব নর্থ ইস্ট, দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা, বিহাড়া দেশবন্ধু ক্লাব, জারইতলা ত্রিবেণী সংঘ, বড়খলা সেডো ক্লাবের সভ্য।

কেউ বেরিয়ে পড়লেন দল বেঁধে বাইক নিয়ে, কেউ করলেন নিজের এলাকায় সভার আয়োজন। মূল উদ্যোক্তা কাছাড় ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। তাদের প্রাঙ্গণ থেকেই বের হয় ৩০ বাইকের মিছিল। প্রথমে শ্রীকোণা ক্লাবে ক্যানসার রোগের ওপর সচেতনতা সভা হয়।  সেখান থেকে বেরিয়ে সভা করে করে তাঁরা এগিয়ে যান  কাটিগড়া, কালাইন, দিগরখাল, বিহাড়া, জারইতলা ও বড়খলায়। পরে বাইক নিয়ে সবাই ফিরে আসেন ক্যানসার হাসপাতাল চত্বরে। সবকটি সভায় বক্তব্য রাখেন হাসপাতালের ডিরেক্টর ডা. রবি কান্নান, অঙ্কো-সার্জন ডা. রীতেশ তাপখিরে, প্রশাসনিক অফিসার কল্যাণ চক্রবর্তী। ৭০ পেরনো কল্যাণবাবু কিছুদিন ধরে নিজে ক্যানসারে আক্রান্ত। সভাগুলিতে তিনি তাঁর এককালের ধূমপানের বদভ্যাসের জন্য আক্ষেপ ব্যক্ত করেন। ক্যানসার হাসপাতালের সঙ্গে জড়িত হয়ে অনেকদিন আগেই বদভ্যাস ছেড়ে দিয়েছেন বটে, কিন্তু তাঁর মনোকষ্ট, আরও আগে যদি নিজের মধ্যে ক্যানসার সচেতনতাকে কাজে লাগাতে পারতেন! নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি সবাইকে বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুটখা থেকে দূরে থাকতে আহ্বান জানান।

বিভিন্ন স্থানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজু দাস, পরিতোষ ধর, মোহম্মদ একলাস উদ্দিন, সুব্রত চক্রবর্তী, অজিত দাস, মণিলাল জায়গীরদার, সানি দাস, রিতম আয়ন, তপন রায় প্রমুখ। সবাই এক সুরে বলেন, ক্যানসার হওয়ার পরে আক্ষেপ নয়, আগে থেকেই সতর্ক হোন। তামাক থেকে দূরে থাকুন। ডা. কান্নান জোর দেন, পান চিবানোর বদভ্যাসের দরুন এই অঞ্চলের নারী-পুরুষদের মাত্রাতিরিক্ত হারে ক্যানসার বেড়ে চলেছে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker