NE UpdatesAnalyticsCulture
বাংলা সাহিত্য সভা অসম-এর চতুৰ্থ প্রতিষ্ঠা দিবস রবিবার
রাজ্যজুড়ে ব্যাপক আয়োজন, গুয়াহাটির সাউথ পয়েন্টে কেন্দ্রীয় অনুষ্ঠান
গুয়াহাটি, ১২ জুলাই : বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের সাহিত্য-সংস্কৃতিমূলক মঞ্চ বাংলা সাহিত্য সভা অসম-এর চতুৰ্থ প্রতিষ্ঠা দিবস সমাগত। আগামী রবিবার ১৪ জুলাই সারা অসম জুড়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সভার প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে। শিলচর-করিমগঞ্জ-রামকৃষ্ণনগর সহ বরাকের আটটি শাখা এবং লংকা-ডিব্রুগড়-তিনসুকিয়া থেকে বঙাইগাঁও, কোকরাঝাড়, ধুবড়ি সহ বিভিন্ন শাখার উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
কেন্দ্রীয়ভাবে গুয়াহাটিতে সাহিত্য সভার গুয়াহাটি শাখার উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। এদিন সন্ধে ছ’টায় গুয়াহাটির বর্ষাপাড়ার ঐতিহ্যমণ্ডিত সাউথ পয়েন্ট স্কুলের প্রেক্ষাগৃহে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুণিজনদের সংবর্ধনা জ্ঞাপন, বর্ণাঢ্য সাংস্কৃতিক কার্যসূচি থাকছে। প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করবেন কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, সংগঠনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রশান্ত চক্রবর্তী।
এদিন সভার পাণ্ডু-মালিগাঁও শাখার তরফেও এই অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম থাকবে। এদিনের মূল আকর্ষণ কলকাতার বিশিষ্ট কণ্ঠশিল্পী গোবিন্দ ঘোষের সংগীতাঞ্জলি। সভার গুয়াহাটি শাখার পক্ষ থেকে অনুষ্ঠানে সাহিত্য-সংস্কৃতিমনস্ক সকলকে আমন্ত্রণ জানিয়েছেন শাখার কার্যকরী সভাপতি অসীম ঘোষ এবং শাখা-সম্পাদক জয়া নাথ ও মৌসুমি শিকদার।