Barak Updates
বাংলাদেশ সফর শেষ করে শিলচরে ফিরল বিধায়ক দল
২৮ জুন : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশ অনুসারে রাজ্যের অ্যাক্ট ইস্ট পলিসি অ্যাফেয়ার্স তথা পরিবহণ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির নেতৃত্বে ১৪ জন বিধায়ক ও ১২ জন উচ্চপদস্থ আধিকারিক বাংলাদেশ সফর শেষ করে ফিরে এসেছেন। তাঁরা আসাম থেকে বাংলাদেশে ‘সম্পর্ক যাত্রা’ নিয়ে গিয়েছিলেন। এই সফর শেষে শুক্রবার শিলচরে ফিরে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে মন্ত্রী পাটোয়ারি বরাক উপত্যকার তিন জেলা কাছাড় ,করিমগঞ্জ এবং হাইলাকান্দির ট্রান্সপোর্টার, ট্রাকার, মালবাহী ফরওয়ার্ডার এবং ট্রাভেল এজেন্টদের সঙ্গে বৈঠকে মিলিত হন। আসাম তথা বৃহত্তর উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশের জন্য এবং এর সম্ভাব্য সুবিধাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে এ দিন বরাক উপত্যকার বাণিজ্য ও স্থানীয় রপ্তানিকারকদের চেম্বার এবং পরিবহণকারীদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকে মন্ত্রী পাটোয়ারি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসিকে বাস্তবায়ন করতে বাংলাদেশের চট্টগ্রামকে কাজে লাগিয়ে বৃহত্তর উত্তর পূর্বাঞ্চল এবং গোটা অঞ্চলের অর্থনৈতিক বিকাশের জন্য এখানে শিল্পোদ্যোগ গড়ে তোলা হবে। এ উদ্দেশ্যে স্থানীয় পরিবহনকারীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হন। মন্ত্রী পাটোয়ারি কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরিকে জেলাটিতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি দেখতে বলেন। এই বৈঠকে মত বিনিময়কালে বিদ্যুৎ সমস্যা সম্পর্কে অবগত হন এবং এর নিষ্পত্তি করা হবে বলে জানান।
এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন বিধায়কদের মধ্যে দিলীপ কুমার পাল, আমিনুল হক লস্কর , জয়রাম ইংল্যান্, দীপক কুমার, মৃণাল শইকিয়া, সুমন হরিপ্রিয়া, কুশল দুয়ারি, দেবানন্দ হাজরিকা, রানওজ পেগু সহ অতিরিক্ত মুখ্যসচিব জিষ্ণু বরুয়া, প্রিন্সিপাল সেক্রেটারি অবিনাশ যোশি, কমিশনার সেক্রেটারি এস এস মিনাক্ষী সুন্দরম প্রমুখ। এছাড়া আরও উচ্চপদস্থ আধিকারিক এই বৈঠকে অংশ নেন।