NE UpdatesAnalyticsBreaking News

বাংলাদেশ থেকে হিন্দুরা অসমে অনুপ্রবেশ করেননি : হিমন্ত

গুয়াহাটি, ১ জানুয়ারি : বিদায়ী বছরে বাংলাদেশি অনুপ্রবেশ প্রতিরোধে সফল হয়েছে অসম। নতুন বছরে গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির সঙ্গে লড়াই করেও হিন্দুরা অসমে অনুপ্রবেশ করেননি। এ সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য, গত কিছুদিন থেকে অসমে বৃহৎ সংখ্যক বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এ পর্যন্ত ১০০০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে সীমান্ত থেকে পুনরায় সে দেশে ফেরত পাঠানো হয়েছে।

Rananuj

এর পাশাপাশি অসমে বাংলাদেশি জেহাদির কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলেও এ দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, জেহাদি কার্যকলাপ প্রতিরোধে অসম পুলিশ অহরহ প্রচেষ্টা চালাচ্ছে এবং এতে ব্যাপক সফলতাও এসেছে। এ পর্যন্ত অসম থেকে বেশ কয়েকটি মডিউল উৎখাত করা হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে বলে এ দিন উলেলখ করেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker