NE UpdatesAnalyticsBreaking News
বাংলাদেশি মুসলিমরা বেশি খাচ্ছেন বলেই মূল্যবৃদ্ধি : শিলাদিত্য
২২ মে : মূল্যবৃদ্ধি অদ্ভুত এক মন্তব্য করলেন শাসক দলের নেতা তথা প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব। তিনি বলেছেন, বাংলাদেশি মুসলমানরা বেশি পরিমাণে খাচ্ছেন বলেই অসলে ভয়াবহ হারে মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশে খেতে না পেয়ে অসমে এসে সব প্রকল্পের সুবিধা মুসলমানরা ভোগ করে যাচ্ছেন।
তাঁর এই মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে ধিঙের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, শিলাদিত্য দেব একজন মানসিক বিকারগ্রস্ত পাগল ব্যক্তি। তিনি নিজেও একজন বাংলাদেশি নাগরিক। আমিনুল বলেন, শিলাদিত্য দেব দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বাংলাদেশের স্কুলে পড়াশোনা করেছেন। তিনি এও বলেন, অসমের বিভিন্ন চর এলাকায় সংখ্যালঘু লোকজন শাক সবজির ক্ষেত করছেন বলেই অসমের বাজার চলছে। এজন্য বাজারে শাকসবজির অভাব হচ্ছে না।
এভাবে মূল্যবৃদ্ধি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের নেতাদের লঘু মন্তব্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। মুল্যবৃদ্ধি রোধ করার পরিবর্তে শাসক দলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন সময়ে লঘু মন্তব্য করে যাচ্ছেন। দিসপুরের বিধায়ক অতুল বরা গরুর দুধের দাম বৃদ্ধি পাওয়ায় বলেছিলেন, সবাইকে এখন লাল চা খেতে হবে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে ভবেশ কলিতা বলেছিলেন, বাইকে তিনজন উঠতে হবে। এমনকি বানরের উপদ্রবের জন্য মূল্যবৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেছিলেন আমগুড়ির অগপ বিধায়ক প্রদীপ হাজরিকা।