Barak UpdatesBreaking News
বরাকের শিক্ষক-গবেষকদের বাইরে যেতে বললেন কেসি বড়াল
১২ ফেব্রুয়ারি: গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে দু-দিন উপস্থিত থেকে শিলচর সম্পর্কে ধারণাটাই বদলে গিয়েছে কেসি বড়ালের৷ প্রবীণ শিক্ষাবিদ ভড়াল এখন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিট্যুট অব এশিয়ান স্টাডিজ-এর ভাইস চেয়ারম্যান৷ সেমিনারের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, বরাক উপত্যকার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক৷ শিক্ষা-গবেষণায় এই অঞ্চল ক্রমে এগিয়ে চলেছে৷ এখন তা যে অবস্থায় রয়েছে, তা দেখে তিনি বিস্মিত৷
বিস্ময়ের কারণ, এখানকার শিক্ষাবিদদের তিনি অন্যত্র পান না৷ অথচ তাঁদের চিন্তাভাবনা, গবেষণার মান যথেষ্ট উন্নত৷ তাই তাঁর পরামর্শ, এখানকার গবেষকরা যেন বাইরের সেমিনারগুলিতে বেশি পরিমাণে অংশ নেন৷ তাহলে শীঘ্র এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে, বাইরে কোথাও সেমিনার হলেই আয়োজকরা শিলচরের শিক্ষাবিদদের ডেকে নেবে৷ শুধু পেপার প্রেজেন্টার হিসেবে নয়, শিলচরের শিক্ষাবিদদের রিসোর্সপার্সন হিসাবে ডাক পাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন৷
গত ৯ ফেব্রুয়ারি ‘দ্য ল্যান্ড ইন লিটারেচার, দ্য লিটারেচার অব দ্য ল্যান্ড (স্পেশাল ফোকাস অন নর্থইস্ট ইন্ডিয়া অ্যান্ড সাউথইস্ট এশিয়া)’ শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক অভীক গুপ্ত৷ উপস্থিত ছিলেন অধ্যাপক বড়াল, গুরুচরণ কলেজ পরিচালন সমিতির সভাপতি জ্যোতিলাল চৌধুরী, অধ্যক্ষ ড. বিভাস দেব, নর্থইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা স্বর্ণালী চৌধুরী প্রমুখ৷ পরে স্বাগত ভাষণ দেন ইংরেজি বিভাগের প্রধান ড. পান্থপ্রিয় ধর৷ বীজ-ভাষণ দেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সজল নাগ৷
প্রসঙ্গত, এই সেমিনার আয়োজনে গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগের সঙ্গে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিট্যুট অব এশিয়ান স্টাডিজ সহযোগিতায় নর্থইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইরাবতী মেমোরিয়াল গ্রান্টস (২০১৯-২০)৷