Barak Updates
বরাকের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর অপারেশন অ্যালার্ট
১৪ আগস্টঃ বরাক উপত্যকা ও মিজোরামের আন্তর্জাতিক সীমান্তে অপারেশন অ্যালার্টে নেমেছে বিএসএফ। এর অঙ্গ হিসেবে পুরো সীমান্ত কড়াকড়িভাবে সিল করা হয়েছে। দিনরাত প্রহরায় নিয়োজিত রয়েছেন সীমান্ত রক্ষীরা। আইজিপি ড. কে সি মোহালি নিজে বরাক উপত্যকার সীমান্ত চৌকিগুলি ঘুরে দেখেছেন। ঘুরছেন শিলচর রেঞ্জের ডিআইজি এমএল গর্গ এবং আইজলের ডিআইজি সিডি আগরওয়ালও। ব্যাটালিয়ন কমান্ড্যান্টদেরও বিশেষ সতর্ক করা হয়েছে।
বিএসএফের গোয়েন্দা শাখার ডিআইজি জে সি নায়েক জানিয়েছেন, কঠোর কর্তব্যপালনের মধ্যে রক্ষীদের মনোবল তুঙ্গে রাখতেই সিনিয়র অফিসাররা চৌকিতে যাচ্ছেন, সকলের সঙ্গে কথা বলছেন। কিন্তু হঠাত এই অপারেশন অ্যালার্ট কেন? ডিআইজি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্যই স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশেষ অভিযানে নেমেছেন তাঁরা। লাভই হয়েছে তাতে। সোমবার গভীর রাতে কালাইনছড়া দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। ব্যর্থ হয়ে ফিরে যায়।
English text here