India & World UpdatesAnalyticsBreaking News
বন্যার্তদের জন্য প্রতীকী সচেতনতা অনুষ্ঠান ফেসবুক পেজ বং রেজোলিউশন-এর
৫ জুলাই ঃ বরাক উপত্যকার বন্যাক্রান্তদের জন্য একটি প্রতীকী সচেতনতামূলক মানব দরদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বং রেজোলিউশন। আগামী ৬ জুলাই বুধবার বিকেল ৫টায় কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনের রাণুছায়া মুক্তমঞ্চে হবে এই অনুষ্ঠান। বং রেজোলিউশন মূলত ফেসবুক পেজ ভিত্তিক বাংলা ভাষা ও সংস্কৃতি নির্ভর সাংস্কৃতিক দল।
এই অনুষ্ঠানের কথা জানিয়ে বং রেজোলিউশন-এর পেজ অ্যাডমিন অরূপরতন আচার্য বলেন, সমগ্র আসামের সঙ্গে বিশেষভাবে শিলচর তথা বরাক উপত্যকা প্রবল বন্যায় আক্রান্ত। জেলা সদর তথা উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। পাশাপাশি কাছাড় জেলার বিস্তির্ণ গ্রামাঞ্চলও জলমগ্ন। করিমগঞ্জ জেলার অবস্থাও শোচনীয়।
বরাকের মুল জনগোষ্ঠী বাঙালি মানুষজন এবং অন্য ভাষাভাষী মানুষ খাদ্যাভাবে, পানীয় জলের কষ্টে ভুগছেন। সেইসব মানুষের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে প্রতীকী ভাবে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এবং অবশই মানবতার স্বার্থে এই আয়োজন করা হয়েছে। তিনি এও বলেন, মানবতার স্বার্থে সবার উপস্থিতি ও অংশগ্রহণ এই অনুষ্ঠানের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাবে।