India & World UpdatesAnalyticsBreaking News
বন্ধ হয়ে পড়া পলিসি চালু করার সুযোগ দিচ্ছে এলআইসি
১৮ আগস্ট : যারা কয়েকটি প্রিমিয়াম দিয়ে পলিসি বন্ধ করে দিয়েছেন, তাঁদের জন্য পলিসি পুনরায় চালু করার বিশেষ সুযোগ দিচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম। স্বভাবতই পলিসি হোল্ডারদের জন্য এ এক বড় সুযোগ। এই বিশেষ রিভাইভ্যাল ক্যাম্পেন ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে এবং তা ২১ অক্টোবর পর্যন্ত চলবে। তবে এর জন্য অবশ্য পলিসি হোল্ডারদের লেট ফি দিতে হবে।
গত মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে এলআইসি-র পক্ষ থেকে বলা হয়েছে, লেট ফি দেওয়ার ক্ষেত্রেও গ্রাহকরা কিছু কিছু ছাড় পাবেন। তবে ইউলিপ পলিসির ক্ষেত্রে অবশ্য এই ছাড় দেওয়া হবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউলিপ ছাড়া বাকি সব পলিসির ক্ষেত্রে প্রথম প্রিমিয়াম বন্ধ করে দেওয়ার তারিখ থেকে ৫ বছর পর্যন্ত শর্তসাপেক্ষে পলিসি আবার চালু করা যাবে। ছোট বিমা পলিসির জন্য লেট ফি-তে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই অভিযান সেইসব পলিসি হোল্ডারদের জন্য শুরু করা হয়েছে, যারা কোনও কারণবশত প্রিমিয়াম দিতে পারেননি ও পলিসি বন্ধ হয়ে গেছে।
জীবন বিমা নিগম আরও জানিয়েছে, এক লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়ামের জন্য লেট ফি-তে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫০০ টাকা। ১ থেকে ৩ লক্ষ পর্যন্ত প্রিমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় ৩০০০ টাকা। ৩ লক্ষ টাকার অধিক প্রিমিয়ামের জন্য লেট ফি সর্বোচ্চ ৩৫০০ টাকা। এর আগে গ্রাহকরা তাঁদের বাতিল হয়ে যাওয়া পলিসি শুধুমাত্র দুবছর প্রিমিয়াম দেওয়া বন্ধ থাকলে বকেয়া প্রিমিয়াম প্রদান করে তা পুনরায় চালু করতে পারতেন। কিন্তু এই বিশেষ সুবিধায় গ্রাহকরা দু’বছরের পরিবর্তে ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করতে পারবেন।