India & World UpdatesBreaking News
বন্ধ হয়ে গেল ট্র্যাভেল কোম্পানি থমাস কুক, ২২ হাজারের চাকরি সংকটে
২৪ সেপ্টেম্বর : শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ায় ১৭৮ বছরের পুরনো আন্তর্জাতিক ভ্রমণ সংস্থা থমাস কুক দেউলিয়া হয়ে পড়েছে। এতে সংকটে পড়েছে কোম্পানির ২২ হাজার লোকের চাকরি।গত রবিবারই বন্ধ হয়ে যায় পৃথিবীর সর্ববৃহৎ ট্র্যাভেল এই কোম্পানিটি। অর্থাভাবে থাকা এই কোম্পানিটি বিভিন্ন ব্যাংকের কাছে অতিরিক্ত অর্থের জন্য অনুরোধ জানিয়েছিল। কিন্তু কোনও ব্যাংক অতিরিক্ত অর্থ দিতে রাজি না হওয়ায় কোম্পানিটি বন্ধ হয়ে যায়।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কোম্পানির প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানি বন্ধ করা ছাড়া আর কোনও বিকল্প ছিল না। এটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারী ছাড়াও গ্রাহক, সরবরাহকারী তথা কোম্পানির সহযোগী অন্যদের উপর প্রভাব পড়বে। থমাস কুক এর চিফ এক্সিকিউটিভ পিটার ফ্রাঙ্কহাজরে এ সবের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে, ব্রিটেনের অসামরিক বিমান প্রাধিকরণের পক্ষ থেকে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে সরকার দেড় লক্ষের বেশি ব্রিটিশ গ্রাহককে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করবে। প্রসঙ্গত, থমাস কুক ব্রিটেনের পুরনো কোম্পানি গুলোর মধ্যে অন্যতম। এই কোম্পানিটি ১৬টি দেশে এক বছরের মধ্যে ১৯ মিলিয়ন লোকের জন্য হোটেল, রিসোর্ট এবং বিমান পরিষেবা চালু করেছিল।