Barak UpdatesCultureBreaking News

বন্ধুত্বের বার্তা নিয়ে বিএসএফ-বিজিবি সুতারকান্দিতে

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করল বিএসএফ। করিমগঞ্জ জেলার সুতারকান্দি আন্তর্জাতিক সীমান্তে আজ এ উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ সীমান্ত রক্ষী তথা বিজিবির ৫২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। করমর্দন ও পারস্পরিক ফ্রেন্ডশিপ বেল্ট বেঁধে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বন্ধুত্বের বার্তা বিনিময় হয়। ছিল মিষ্টিমুখেরও আয়োজন। রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের সভ্যরা এখানে অনুঘটকের কাজ করে। বিএসএফ-এর কাছাড়-মণিপুর ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল এন এস জামোয়াল তাতে উপস্থিত ছিলেন। ছিলেন রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের সভাপতি মধুমিতা পাল, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি গভর্নর কল্যাণ ভট্টাচার্যও। বিএসএফ-এর ৭ নম্বর ব্যাটেলিয়নের টু-আই-সি রাজপাল সিং সবাইকে স্বাগত জানান। দিনটির তাতপর্যও সংক্ষেপে বর্ণনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker