NE UpdatesAnalyticsBreaking News
বটদ্রবায় উচ্ছেদ : জেলাশাসককে চিঠি মানবাধিকার কমিশনের
গুয়াহাটি, ২২ ডিসেম্বর : বটদ্রবায় এক হাজার বিঘা জমিতে নিরাপত্তারক্ষী মোতায়েন করে উচ্ছেদ চালিয়েছে নগাঁও প্রশাসন। এই জমি অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছিল ৩০২টি পরিবার। এজন্য প্রশাসন এক সপ্তাহ ধরে প্রস্তুতি চালিয়েছিল। এভাবেই শেষমেশ জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়। এরই মধ্যে উচ্ছেদ নিয়ে নগাঁওয়ের জেলাশাসককে একটি চিঠি পাঠিয়েছে মানবাধিকার কমিশন। ওই চিঠিতে কমিশন আগামী ১৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন চেয়েছে।
উল্লেখ্য, গত সোমবার এই উচ্ছেদ অভিযানের আগে বটদ্রবায় সরকারি জমিতে বসবাসকারী ২৩০টি পরিবার নিজেরাই বাড়িঘর ভেঙে সেখান থেকে সরে গিয়েছিলেন। কিন্তু বাকি ৭২টি পরিবারকে প্রশাসন বুলডোজারের সহায়তায় উচ্ছেদ করে। বটদ্রবার শান্তিজান বাজার, হাইডুবি, লালুং বস্তি থেকে এদের উচ্ছেদ করা হয়েছে। এতে কয়েকটি পরিবার নিজেদের বসতবাটি হারিয়ে খোলা আকাশের নিচে এসে পড়েছে।