Barak UpdatesBreaking News
বঞ্চনার জবাব : বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটযুদ্ধে
২৫ নভেম্বর : দীর্ঘদিন দলের সঙ্গে থাকা কর্মীদের প্রতি বিজেপির বঞ্চনার আরও এক নজির সামনে এল। মেহেরপুর জিপি থেকে দলের টিকিটে সাধারণ গ্রুপ সদস্য পদে ভোটে লড়তে চেয়েছিলেন সুবর্ণাবালা দাস। কিন্তু দল তাঁকে প্রার্থী করেনি। তাই এ বার তিনি এলাকার মানুষের আগ্রহে জিপি সভানেত্রী পদে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন।
রবিবার বিক্ষুব্ধ সুবর্ণাবালা সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন তারাও, যারা দীর্ঘদিন থেকে দলের হয়ে কাজ করেছেন। সুবর্ণাবালা বলেন, ১৫ বছর ধরে বিজেপি করছেন, কিন্তু গ্রুপ সদস্যের সাধারণ দাবিটুকুও দল কেন পূরণ করল না, তা তিনি বুঝতে পারেননি। সে জায়গায় এমন একজন প্রার্থী হলেন, যিনি কিছুদিন আগেই দলে এসেছেন।
সুবর্ণাবালা বলেন, দল তাঁকে প্রথমে আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে আর টিকিট দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার যুবকরাই তাঁকে গ্রুপ সদস্যের জায়গায় জিপি সভানেত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস জুগিয়েছেন। এলাকার জনৈক শেখর দেব বলেন, মেহেরপুর জিপিতে গত ১৫ বছর ধরে বিজেপি জয়ী হচ্ছে। কিন্তু এলাকার পছন্দকে পাত্তা না দিয়ে দল কেন অন্যদের প্রার্থী করল, তা তারা বুঝতে পারেননি। উল্লেখ্য, মেহেরপুর জিপিতে বিজেপির জিপি সভাপতি প্রার্থী মিলুরানি সূত্রধর এবং কংগ্রেস প্রার্থী রাজশ্রী শুক্লবৈদ্য।