Barak UpdatesBreaking News
বঙ্গ ভবনে বাংলা কোর্সের ভর্তি-ফর্ম
বঙ্গ ভবনে বাংলা ভাষা ডিপ্লোমা কোর্সের ভর্তি-ফর্ম বিলি শুরু হচ্ছে। আগামী ১৯ আগস্ট থেকে ১০০ টাকার বিনিময়ে এই ফর্ম ও প্রসপেক্টাস পাওয়া যাবে। গত বছর এই কোর্স পরিচালনার জন্য আসাম সরকার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনকে দায়িত্ব দেয়। তার পরই তৈরি হয় তাদের দূর শিক্ষা কেন্দ্র। শুরু হয় প্রথম বর্ষের পঠনপাঠন। মাধ্যমিক ও পরবর্তী স্তরের পাঠক্রমে যাঁরা বাংলা (এমআইএল) রাখেননি, তাঁদের জন্য এই ডিপ্লোমা কোর্স। টেট উত্তীর্ণ শিক্ষক পদপ্রার্থী ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের উতসাহী শিক্ষক, সরকারি কর্মচারী, গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরাও এতে পাঠগ্রহণ করছেন। যাঁদের ভাষা বাংলা নয়, অথচ প্রাথমিকভাবে বাংলা পড়তে-লিখতে সক্ষম এবং বাংলা ভাষা নিয়ে যাঁদের কাজ, তাঁরাও এই কোর্স করছেন। ভর্তির জন্য সবাইকেই ৩০ নম্বরের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে।তবে মাধ্যমিকে বাংলা এমআইএল থাকলে প্রবেশিকা ছাড়াই ভর্তির সুযোগ মিলবে। দূর শিক্ষা কেন্দ্রের নিবন্ধক ড. সব্যসাচী রায় ও পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জীব দেবলস্কর জানিয়েছেন, অন্য জেলা বা বাইরের প্রার্থীরা www.barakupatyakabangasahitya.com থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন। জমার শেষ তারিখ ৩১ আগস্ট।