Barak UpdatesCultureBreaking News
বঙ্গভবনে দলছুটের ট্রায়াঙ্গলে গাইবেন চেংকং-শেলি-বিধান, থাকছে কয়্যার
ওয়ে টু বরাক, ২৩ জুন : চমকে ভরা একঝাঁক অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে দলছুট। বিশ্ব সঙ্গীত দিবসের অঙ্গ হিসেবে শনি ও রবিবার দু’দিনই থাকছে সব মনমাতানো আয়োজন । শনিবার বঙ্গভবনে সন্ধে ছ’টা থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে থাকবে গানের কয়্যার। এই কয়্যারে তিরিশ জনের বেশি কণ্ঠশিল্পী এবং দশ জনের মতো শিল্পী যন্ত্রানুষঙ্গ নিয়ে হাজির হবেন। কয়্যারে মোট সাতটি নানা স্বাদের গান উপহার দেওয়া হবে। থাকবে দলছুটের নিজস্ব কম্পোজিশনও। কয়্যার পরিচালনায় রয়েছেন সন্দীপ ভট্টাচার্য ও বিশ্বরাজ ভট্টাচার্য। যন্ত্রানুষঙ্গ পরিচালনায় সিনিয়র শিল্পী কানাইলাল দাস।
প্রায় আধঘণ্টার প্রথম পর্ব শেষে থাকছে দলছুটের জনপ্রিয় ইভেন্ট ‘গানের ট্রায়াঙ্গল’। এবার এই ট্রায়াঙ্গলে গাইবেন অর্কেষ্টা জগতের তিন দিকপাল শিল্পী চেংকং কাবুই, ড. শেলি অর্জুন (যিনি অতীতে মিস শেলি নামেই পরিচিত ছিলেন) ও বিধান লস্কর। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন আরেক নামি শিল্পী রাজু সেনগুপ্ত।
সোয়া ঘণ্টার দ্বিতীয় পর্ব শেষে থাকবে এই সন্ধ্যার শেষ আকর্ষণ ‘গান আনপ্লাগড’। এতে গাইবেন শিলচরের ছেলে স্টার জলসা সুপার সিঙ্গারে প্রতিভার স্বাক্ষর রেখে আসা দেবরাজ দাস। তাঁর সঙ্গে দেখা যাবে উঠতি প্রজন্মের দুরন্ত ভোকালিস্ট সঞ্চারী ঘোষ দস্তিদারকেও।
দলছুটের অনুষ্ঠান আহ্বায়ক রূপরাজ দেব জানিয়েছেন প্রবেশ, অবাধ, অনুষ্ঠান দেখতে কোনও টিকিট বা পাস লাগবে না। তাই তিনি শহরের সংস্কৃতিপ্রেমী ও সঙ্গীতপিপাসুদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, রবিবার একই মঞ্চে থাকছে দলছুটের নিজস্ব কনসার্ট। করোনা ও বন্যার জেরে দীর্ঘ তিন বছর পর কনসার্ট করছে দলছুট। ফলে এই অনুষ্ঠান ঘিরে দর্শক- শ্রোতাদের মধ্যে রয়েছে দারুণ আগ্রহ।