NE UpdatesAnalyticsBreaking News
ফের ৩০ পয়সা থেকে ১.২৯ টাকা বিদ্যুৎ মাশুল বাড়ল রাজ্যে
গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর : পুনরায় রাজ্যে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের মাশুল। গ্রাহকদের নিয়মিত বিদ্যুৎ যোগান দিতে না পারলেও মাশুল বৃদ্ধির ক্ষেত্রে পিছিয়ে নেই আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি। লোকসানের দোহাই দিয়ে এপিডিসিএল এ বার প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০ পয়সা থেকে ১.২৯ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত লোকসানের বোঝা কিছুটা কমাতে এপিডিসিএল অর্থ সংগ্রহের লক্ষণ নিয়েছে। এককথায় এপিডিসিএল লোকসানের বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছে। বিদ্যুৎ কোম্পানি ৯৯ দিনের জন্য গ্রাহকদের কাছ থেকে লোকসানের অতিরিক্ত অর্থ সংগ্রহ করবে। সে ক্ষেত্রে মাসে ৩০০ ইউনিট ব্যবহার করলে অতিরিক্ত ৯০ টাকা গ্রাহকদের দিতে হবে। একইভাবে ৫০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে অতিরিক্ত ১৫০ টাকা মাশুল দিতে হবে। ৫০০ ইউনিটের বেশি ব্যবহার করলে বিদ্যুৎ মাশুল দিতে হবে ৬৫০ টাকা পর্যন্ত। তবে ৩০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করলে কোনও অতিরিক্ত মাশুল দিতে হবে না।
অন্যদিকে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও অতিরিক্ত বিদ্যুৎ মাশুল আরোপ করা হয়েছে। জ্বালানি ও ক্রয় করা বিদ্যুতের দাম বেড়ে যাওয়াতেই এপিডিসিএল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে। তবে বিদ্যুৎ কোম্পানির এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য উৎকট গরমের মধ্যে বিদ্যুতের ঘাটতি, ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়া এবং সাম্প্রতিককালে বিদ্যুতের মাশুল বৃদ্ধির বিষয়ে কিছুদিন আগে স্পষ্টিকরণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। যদিও বর্তমানে লোকসানের দোহাই দিয়ে এপিডিসিএল বিদ্যুতের মাশুল বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য রাজ্যবাসীকে ২৪ ঘন্টা বিদ্যুতের যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতি রক্ষা করার বিপরীতে মাশুল বৃদ্ধি করে জনতার ওপর বোঝা চাপিয়ে দিয়েছে।