India & World UpdatesAnalyticsBreaking News
ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর
৯ সেপ্টেম্বর : আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে সুবিধাপ্রাপক ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মত বিনিময়ে তিনি পানীয় জলের জন্য ফুটপাত ব্যবসায়ীদের একবার ব্যবহারযোগ্য প্লাসটিকের বোতলের পরিবর্তে মাটির পাত্র ব্যবহারে জোর দিয়েছেন।ব্যবসায়ীদের ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করার জন্যও উত্সাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। দৈনন্দিন ব্যবসায়িক লেনদেনে এই সকল ছোট ব্যবসায়ীরা যদি ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেন, তবে ক্যাশব্যাকের সুবিধাও পাবেন বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী এ দিন ইন্দোর জেলার ফুটপাত ব্যবসায়ী ছগনলাল ও তাঁর স্ত্রী, গোয়ালিয়রের অর্চনা শর্মা ও রাইসেন জেলার সবজি বিক্রেতা দলচান্দের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, কেবল দুই মাসের মধ্যে তিনি রাজ্যের এক লক্ষের বেশি হকারদের সনিধি প্রকল্পের সঙ্গে যুক্ত করাতে পেরেছেন।এই প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে হকারদের আর্থিক সাহায্য করে তাদের জীবনের মূল স্রোতে আরও উন্নতি সাধন করে তোলা।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের দেশে দারিদ্রতা নিয়ে অনেক কথা হয়। কিন্তু বিগত ছয় বছরের দারিদ্র দূরীকরণ নিয়ে যে বিপুল পরিমান কাজ হয়েছে তেমনটা এর আগে কোনও দিন হয়নি। হকাররা যাতে ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধি করে তার জন্য সহযোগিতা করবে কেন্দ্র। ক্যাশব্যাক পলিসির মাধ্যমে তাদের ব্যাংক একাউন্টে যাতে অর্থ যায় সেটাও নিশ্চিত করবে প্রশাসন। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে হকারদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে স্থানীয় ব্যাংক।