Barak UpdatesCultureBreaking News
প্রয়াণ দিবসে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা নজরুল মঞ্চের
২৯ আগস্ট : কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস রবিবার যথাযোগ্য মর্যাদায় পালন করল নজরুল মঞ্চ শিলচর। এ দিন সকাল ৮টায় গান্ধীবাগে থাকা নজরুলের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ ও সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
নজরুল মঞ্চের সদস্যরা ছাড়াও অগ্নিবীণা মিউজিক একাডেমি, ছন্দনীড় সামাজিক সংস্থা, স্বরলিপি সাংস্কৃতিক সংস্থা সহ বিভিন্ন দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ দিন নজরুল মঞ্চ শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও নজরুলপ্রেমী অরুন্ধতী দত্তরায়কে “নজরুল সম্মাননা, ২০২১” প্রদান করেছে। এ বছর থেকে নজরুল মঞ্চ কবির কবিকৃতি প্রচার ও প্রসারে অগ্রণী ব্যক্তিদের নজরুল সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শ্রীমতি অরুন্ধুতী দত্তরায়কে উত্তরীয়, মানপত্র ও নজরুল স্মারক দিয়ে মঞ্চের পক্ষ থেকে ড. বিভাস দেব, ড. দীপেন্দু দাস, বাসুদেব ভট্টাচার্য ও নীলোৎপল চক্রবর্তী সংবর্ধিত করেন।
এ দিন প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন অরুন্ধতী দত্তরায়, তাপস শংকর দেব ও পার্থসারথি চক্রবর্তী। নজরুল মঞ্চ এ অঞ্চলে কবির আদর্শ ও তাঁর সাহিত্যকর্ম প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বর্তমান করোনা পরিস্থিতিতে মঞ্চ কবির প্রয়াণ দিবস তিন দিনব্যাপী ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে। এতে কবি পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন গুণী শিল্পীরা অংশগ্রহণ করছেন।