Barak UpdatesSportsBreaking News

প্রেমের নামে ! বিমানবন্দরে ধরা পড়ল আরও এক নাবালিকা

ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি : বিমানে ওড়ার আগে আরও এক নাবালিকাকে আটক করল সিআইএসএফ এবং কুম্ভীরগ্রামের পুলিশ৷ কাছাড়-করিমগঞ্জের দুই কিশোরীর পরে শুক্রবার বাড়ি ছেড়ে পালিয়ে আসে হাইলাকান্দির ষোড়শী৷ সেই একই ঘটনা, একই কায়দা৷ ফেসবুকে প্রেম৷ পরে বিয়ের প্রস্তাব দিয়ে অনলাইনে বিমানের টিকিট পাঠিয়ে দেওয়া৷ আর ওই টিকিট নিয়ে শিলচর বিমানবন্দরে হাজির এরা৷ এক সপ্তাহে তিনজন৷ দুইজনকে ডাকা হয় দিল্লি যেতে, একজনের হাতে ছিল মুম্বইর টিকিট৷ পুলিশে আটকানোর খবর পেয়েই প্রেমিকদের মোবাইল সুইচড অফ৷

Rananuj

এক সপ্তাহে তিনটি একই ধরনের ঘটনায় বরাক উপত্যকা জুড়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে, ফেসবুকে প্রেমের বাহানায় মেয়েদের বিক্রির উদ্দেশে তাদের টিকিট পাঠিয়ে দিল্লি-মুম্বাই উড়িয়ে নেওয়া হচ্ছিল৷

আগের দুটো ঘটনার মত এ দিনও বাবাকে ডেকে তার মেয়েকে বুঝিয়ে দেওয়া হয়৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker