NE UpdatesAnalyticsBreaking News
প্রাথমিক নিয়ম লঙ্ঘনে অটো-রিকশাকে ফাইন করতে পারবে না পুলিশ, ঘোষণা হিমন্তের
নথির জন্য বাইক চালককে ফাইন নয়, শুধু হেলমেট না পরলেই জরিমানা
গুয়াহাটি, ২৭ জুন : শুধু হেলমেট না পরলেই ফাইন আদায় করা যাবে। বাকি আর কোনও কাগজপত্র না থাকলে দ্বিচক্রযানের চালকের কাছ থেকে ফাইন আদায় করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন নলবাড়িতে ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ট্রাফিক জরিমানা নিয়মাবলিতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। বাইক চালকদের মতো অটোরিকশা বা রিকশা চালকদের জরিমানার ক্ষেত্রেও সংস্কার আনা হয়েছে। অটো রিকশা এবং রিকশাগুলিকে প্রাথমিক নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানার মুখোমুখি হতে হবে না। পাঁচ বা ততোধিক ঘটনা হিসেবে পুনরাবৃত্তি হলেই কেবল জরিমানা কার্যকর করা হবে। এই নিয়ম সরলীকরণের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাত্রীদের, বিশেষত অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিতদের উপর আর্থিক বোঝা হ্রাস করার লক্ষ্যে একাধিক সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এ ব্যাপারে রাজ্যের ট্রান্সপোর্ট বিভাগকে এসওপি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, গত বছর জরিমানা থেকে ৬-৭ কোটি টাকা আদায় হয়েছে। গরিব মানুষকে টার্গেট করে এ ভাবে জরিমানা আদায় কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।