NE UpdatesAnalyticsBreaking News
প্রফেশনাল ট্যাক্সে ছাড়, পুরুষ কর্মচারীরাও পাবেন চাইল্ড কেয়ার লিভ

গুয়াহাটি, ২৭ মার্চ : রাজ্য সরকারের পুরুষ কর্মচারীরাও এখন থেকে চাইল্ড কেয়ার লিভ পাবেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে বৃহস্পতিবার দিসপুরের লোকসভা ভবনে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের পর সাংবাদিকদের ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকারের পুরুষ কর্মচারীরাও এখন থেকে চাইল্ড কেয়ার লিভ পাবেন। তবে এক্ষেত্রে ওই পুরুষ কর্মচারীকে বিবাহ বিচ্ছিন্ন অথবা সন্তানের দায়িত্ব লাভ করার বিষয়টি থাকতে হবে। এমন হলেই সে ক্ষেত্রে তাদের ছুটি প্রযোজ্য হবে।
এদিকে প্রফেশনাল ট্যাক্স এর ক্ষেত্রেও আজ ক্যাবিনেট কর্মচারীদের কিছুটা রেহাই দিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, যাদের বেতন ১৫ হাজার টাকা পর্যন্ত তাদের প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না। আগে তা ১০ হাজার টাকা পর্যন্ত ছিল। তবে যাদের বেতন ১৫ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে রয়েছে, তাদের ১৮০ টাকা ট্যাক্স দিতে হবে। আয় ২৫ হাজার থেকে বেশি হলে ২০৮ টাকা প্রফেশনাল টাক্স দিতে হবে। আগামী পহেলা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।