Barak UpdatesBreaking News
প্রথম সভায় শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিরা
১৪ ফেব্রুয়ারি : শিলচর জেলা পরিষদের নতুন সদস্যরা বৃহস্পতিবার শপথ নিলেন। জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে নবনিযুক্ত সদস্যদের শপথবাক্য পাঠ করান কাছাড়ের ভারপ্রাপ্ত জেলাশাসক রাজীব রায়। সাম্প্রতিক কালে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর এটি জেলা পরিষদের প্রথম সভা।
এরপর সভায় জেলা পরিষদ সভাপতি নির্বাচন করা হয়। অমিতাভ রাইকে এ দিন জেলা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচন করা হয় l এছাড়া সহ-সভানেত্রী হিসেবে লাভলি চক্রবর্তীকে নির্বাচন করা হয় l এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বক্তব্য রাখেন l তিনি বক্তব্যে কাছাড়ের জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য এবং নির্বাচিত জেলা পরিষদ সভাপতি ও সহ-সভানেত্রীকে আগামী দিনগুলিতে জেলার সব উন্নয়নমূলক কাজকর্মে তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় নবনির্বাচিত জেলা পরিষদ সভাপতি অমিতাভ রাই বক্তব্য রাখেন এবং বলেন যে সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলি যথাযথভাবে তথা সুন্দর ও সুষ্ঠুভাবে রূপায়ন করার কাজে তাদের আন্তরিক প্রচেষ্টার কোনও অভাব হবে না l অনুরূপভাবে জেলা পরিষদের সহ- সভানেত্রীও তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নয়নের কাজে তাদের অক্লান্ত পরিশ্রমই একমাত্র সম্বল l
সভায় শুরুতে কাছাড় জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার মধুমিতা চৌধুরী উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি উপস্থিত সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং সভার কাজ পরিচালনা করার জন্য ভারপ্রাপ্ত জেলাশাসক রাজীব রায়কে অনুরোধ জানান l অনুষ্ঠানে বিধায়ক আমিনুল হক লস্কর, শিলচর পুরসভার চেয়ারম্যান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রসরাজ দাস।