Barak UpdatesSports
প্রথম ডিভিশন ক্রিকেট শুরু ২৮ ডিসেম্বর
২৫ ডিসেম্বর: সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরী স্মৃতি প্রাইজমানি প্রথম ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। ছয় দলীয় প্রতিযোগিতায় এবার নতুন দল হিসেবে খেলছে পপুলার ক্লাব। এই আসর স্পনসর করছেন সৌমেন চৌধুরী, সোমনাথ চৌধুরী ও সৌমিত্র চৌধুরী। তিন ভাই মিলে মা-বাবার স্মৃতিতে প্রতিযোগিতা করছেন।
বি ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে শুরু হয়েছিল শিলচরের ক্রিকেট মরশুম। বি ডিভিশনের পর তারা করল সুপার ডিভিশন। তা প্রায় শেষ পথে। এবার করছে প্রথম ডিভিশন।বিজয়ী সংঘ, তারাপুর এ সি, তারাপুর ত্রিবেণী ক্লাব, ইলেভেন স্টার ক্লাব, উত্তরপাড়া ক্লাব এবং পপুলার ক্লাব।ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পাবে নগদ কুড়ি হাজার টাকা। আর রানার্স দল পাবে ট্রফি ছাড়া নগদ দশ হাজার টাকা। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার হিসেবে ট্রফি ছাড়াও থাকছে নগদ এক হাজার টাকা। ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ট্রফি ও পাঁচশ টাকা। এবার অবশ্য অংশগ্রহণকারী দলকে ম্যাচ মানি দেওয়া হবে না। ম্যাচ বল সরবরাহ করবে আয়োজক সংস্থা। খেলা হবে ৩৫ ওভারের। প্রতি ইনিংসে একটি করে পাওয়ার প্লে থাকবে। কোনও ম্যাচ পনেরো ওভারের কম খেলা হলে টসের মাধ্যমে ম্যাচের ভাগ্য ঠিক করা হবে। তবে ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতা সম্পর্কে এসব তথ্য পেশ করেন শিলচর ডি এস এ সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস, কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। স্পনসরদের তরফে সৌমিত্র চৌধুরী বলেন, ‘বাবার হাত ধরে খেলার মাঠে এসেছি। আমরা তিন ভাই অল্প বিস্তর খেলেছি। খেলার প্রতি একটা টান তো আছেই। সেই ভালবাসা থেকেই ডিএসএ-র প্রস্তাবে স্পনসর করতে রাজি হই’।