Barak UpdatesAnalyticsBreaking News
পেঁয়াজের ঝাঁজে দিশেহারা মধ্যবিত্ত, শিলচরে কেজি ৭০-৮০ টাকা
ওয়ে টু বরাক, ২৭ অক্টোবর ঃ পুজোর আনন্দ উল্লাসের মধ্যেই নিঃশব্দে বেড়ে গেল পেঁয়াজের দাম। মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় পেঁয়াজের স্থান এখন এক নম্বরে। প্রায় প্রতিটি বাজার ও দোকানে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। শিলচর সহ বরাক উপত্যকার প্রায় প্রতিটি বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার শিলচরের বাজারে পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হলেও শুক্রবার তা বেড়ে ৭০ টাকায় পৌছেছে। কোথাও কোথাও তা ৮০ টাকায় বিক্রি হওয়ার খবরও পাওয়া গেছে।
উল্লেখ্য, সর্বভারতীয় পর্যায়ে পেঁয়াজের গড় খুচরো মূল্য প্রতি কিলোগ্রামে ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭ টাকা হয়েছে। এর জন্য কেন্দ্র সরকার শুক্রবার ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে সরকারি ভর্তুকি দিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের প্রদান করা তথ্য অনুসারে পেঁয়াজের সর্বভারতীয় গড় খুচরো মূল্য প্রতি কিলোগ্রামে বৃদ্ধি পেয়ে ৪৭ টাকা হয়েছে। কিছুদিন আগেও প্রতি কেজির দাম ছিল ৩০ টাকা।
অন্যদিকে, বরাক সফররত রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে এ ব্যাপারে শুক্রবার চেপে ধরেন সাংবাদিকরা। তবে তিনি পেয়াজের দামে লাগাম টানার ব্যাপারে কোনও স্বস্তিদায়ক মন্তব্য করেননি। শুধু বলেছেন, পেঁয়াজের ফলন কম হওয়ার জন্য দাম বেড়েছে। তবে প্রধানমন্ত্রী যেহেতু বিষয়টি দেখছেন, ফলে খুব শীঘ্রই দাম নেমে আসবে।