Barak Updates
পূর্ণাঙ্গ রূপ পেল উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্য সভা, সভাপতি অতীন দাশ
৯ সেপ্টেম্বরঃ অসমের এনআরসি উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলিকেও বাঙালির বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে। সবাই এখন এনআরসি করার দাবিদার। মূল লক্ষ্য, বাঙালিদের নাগরিকত্ব নিয়ে সঙ্কটে ফেলা। মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড—সর্বত্র বাঙালিদের নিয়ে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। সবাই যখন ১৯৭১ সালের নথি দেখতে চায়। মণিপুর তখন এক পা এগিয়ে। তারা অমণিপুরিদের ১৯৫১ সালের নথি থাকতে হবে বলে আইন করে নিয়েছে। এই সব যন্ত্রণার নিরসনে উত্তর-পূর্বের বিভিন্ন জায়গার মানুষ রবিবার শিলচরে মিলিত হন। পূর্ণাঙ্গ দেন উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্য সভার। তাতে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে শিলচরের প্রবীণ সাংবাদিক অতীন দাশ। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে শিলচরের এই অনুষ্ঠানের আহ্বায়ক মিহির নন্দীর আক্ষেপ, এই অঞ্চলে যারা বাঙালিদের সংগঠন করেন, সাহিত্য সংগঠন করেন, চর্চা করেন এমন মানুষদের বেশি একটা পাওয়া যায়নি।
হোজাই থেকে আগত কমল দত্ত ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা কী ধরনের অসহায়ত্বের মধ্যে রয়েছেন, তা বিবৃত করেন। ত্রিপুরার হরিধন দাস ধর্মের পরিচয় ছেড়ে বাঙালি জাতীয়তাবোধে গুরুত্ব দিতে অনুরোধ করেন। চন্দ্রশেখর বসাক, শ্যামল রায়, সুদীপ শর্মাচার্য, সঞ্জয় সাহা প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। তাঁরা উত্তর-পূর্ব জুড়ে বাঙালি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
English text here