Barak UpdatesBreaking News
এনআরসিঃ পুরো জানুয়ারি চলবে ভুল সংশোধনNRC: Correction facility to continue till 31 January
১ জানুয়ারিঃ এনআরসি-র খসড়াছুটদের দাবি জানানোর মেয়াদ ফুরিয়েছে। আপত্তি দাখিলেরও শেষদিন পেরিয়ে গিয়েছে। তবে খসড়ার ভুলত্রুটি সংশোধনের কাজ চলতে থাকবে। এনআরসি সূত্র জানিয়েছেন, পুরো জানুয়ারি মাস এই কাজ চলবে। অফিস খোলা যে কোনও দিন সেবাকেন্দ্রে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। পাশাপাশি ২ জানুয়ারি শুরু হবে অনলাইনে সংশোধনও।
তবে অনলাইনে সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দিয়েও ৩১ ডিসেম্বরের মধ্যে শুরু করতে না পারায় অনেকে উতকণ্ঠিত হয়ে সেবাকেন্দ্রে ছুটেছেন। দাবি-আপত্তি দাখিলের সঙ্গে যে সংশোধনের তারিখ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে না, সে কথাও এনআরসি কর্তৃপক্ষ প্রচার করেননি। তাতেও বিভ্রান্তি বেড়েছে। বেড়েছে উদ্বেগ। তবু ৩১ জানুয়ারি পর্যন্ত সংশোধন করা যাবে, এই ঘোষণায় স্বস্তি মিলেছে অনেকের।
English text here