NE UpdatesAnalyticsBreaking News
পুজোর রাতে কার্ফু ! মণ্ডপ হবে খোলামেলা
দুর্গোতসব ২০২০-এর নীতি নির্দেশিকা জারি ত্রিপুরায়
১৫ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় বেশ কিছু নিয়মনীতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পুজোর সময় যাতে কোভিড সংক্রমণ না বাড়ে, সেজন্য নৈশকালীন কার্ফু বলবত থাকবে। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরই এই নতুন গাইডলাইন জারি করেছেন। এই গাইডলাইনে মোট ২৯টি পয়েন্ট রাখা হয়েছে। এর মধ্যে ২৫টি পয়েন্ট পুজো আয়োজকদের জন্য ও বাকি ৪টি পয়েন্ট সাধারণ জনগণের জন্য।
গাইডলাইন অনুসারে পুজো মণ্ডপ খোলামেলা থাকতে হবে। মণ্ডপ এমনভাবে তৈরি করতে হবে যাতে দূর থেকে প্রতিমা দেখা যায়। তবে দুর্গা প্রতিমা কোনও অবস্থায় ১০ ফুটের বেশি হওয়া চলবে না। তাছাড়া মণ্ডপে সংকীর্ণ প্রবেশ ও নির্গমণ পথ রাখলেও হবে না। দর্শনার্থীরা যাতে অবাধ ও খোলামেলা চলার সুযোগ পান, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে প্রতি দর্শনার্থীর মধ্যে ন্যূনতম ১ মিটার দূরত্ব থাকতে হবে। একই সময়ে মণ্ডপে শুধুমাত্র ৫-১০ প্রবেশ করতে পারবেন। এ বছর করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুজোর সময় কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। মণ্ডপে অতিরিক্ত আলোকসজ্জাও রাখা যাবে না।
এছাড়া মণ্ডপের বাইরে থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা রাখতে হবে। যদি পারা যায়, তাহলে একট বড় টিভি বা এলইডি লাগানো যেতে পারে। এতে দর্শনার্থীরা অনেক দূর থেকে প্রতিমা দেখতে পারবেন। এমনকি গাইডলাইনে বিভিন্ন বাড়ি থেকে গিয়ে ডনেশন আদায় করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ত্রিপুরা সরকার এও বলেছে, প্রতিমা নিরঞ্জনে ৩০ জনের বেশি সদস্য যেতে পারবেন না।