Barak UpdatesCultureBreaking News
পুজোর মুখে বিধান-মঞ্জুশ্রীর ভিডিও গানের অ্যালবাম নীলপাখি উন্মোচিত
২৭ সেপ্টেম্বর : পুজোর মুখে বরাক উপত্যকার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী বিধান লস্কর ও মঞ্জুশ্রী দাসের গাওয়া ভিডিও গানের অ্যালবাম ‘নীলপাখি’ মুক্তি পেয়েছে। মধ্যসহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যালবামটি একযোগে উন্মোচন করেন শিলচরের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এঁদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত কুমার দাস, শেখর দেবরায়, সঞ্জয় প্রকাশ দাস, স্বর্ণালী চৌধুরী, শিবব্রত দত্ত, বিশ্বজিত রায়চৌধুরী, প্রদীপ পাল, শান্তনু দাস প্রমুখ।
এই অ্যালবামটিতে রয়েছে মোট ৭টি গান। এর মধ্যে দুর্গার গান, ধামাইল, সাঁওতাল, ঝুমুর, আধুনিক ও সিলেটি গান ইত্যাদি পাবেন দর্শক-শ্রোতারা। সঙ্গে রয়েছে নাচের দৃশ্যায়ন। এই গানগুলো বিধান লস্করের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে। গানের সঙ্গীতায়োজন বিধান লস্কর নিজেই করেছেন। তিনি জানান, পরিমল দাস, বিপ্রদীপ রায়, সৌমেন পালচৌধুরী ও শুক্কুর আলি শিল্পীদের যন্ত্রে সহায়তা করেছেন। তিনি আরও জানান, পায়েল দেবের পরিচালনায় করিমগঞ্জের নূপুর নৃত্যালয়ের শিল্পীরা এতে নৃত্য পরিবেশন করেছেন। এঁদের মধ্যে রয়েছেন দেবস্মিতা বিশ্বাস, তনুশ্রী পুরকায়স্থ, দীপঙ্কর সাহা, নবনিতা দেব প্রমুখ।