CultureBreaking News
পুজোর মুখে ইউটিউবে মুক্তি পাচ্ছে বিক্রমজিতের তিনটি গান, ইলোরা হেরিটেজে অনুষ্ঠান ২৪শে
২১ সেপ্টেম্বর : যারা বিক্রমজিতকে ভালবাসেন, তাঁর গান যারা পছন্দ করেন, শিল্পী এ বারও তাদের নিরাশ করেননি। পুজোর মুখে ইউটিউবে মুক্তি পেতে চলেছে বিক্রমজিতের তিনটি গান। আগামী ২৪ সেপ্টেম্বর শিলচরের ইলোরা হেরিটেজে এক অনুষ্ঠানে এই গানগুলো আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। বিক্রমজিত এ বার একটু অন্যস্বাদের গান নিয়ে হাজির হচ্ছেন। এর মধ্যে রয়েছে, ‘কিছুদিন মনে মনে’, নিজের কথা ও সুরে দেবী দুর্গার একটি আগমনী গান এবং তাঁর গাওয়া ঝুমুর গানগুলোর একটি কোলাজ।
এই গানগুলোর মিউজিক অ্যারেঞ্জ করেছেন নিরুপম বড়ভূইয়া ও রণবীর সিনহা। বাঁশি বাজিয়েছেন রোশন এবং ভিডিওগ্রাফি করেছেন অরিন্দম গোয়ালা ও অভিষেক রায়। গানের রেকর্ডিং হয়েছে শিলচরের স্টুডিও রিতিকায়। বিক্রমজিত ‘পুজোর গানের শুভ উন্মোচন’ শীর্ষক এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
ইতিমধ্যেই বিক্রমজিতের মোট ১০টি অ্যালবাম মুক্তি পেয়েছে। এই সংকলনগুলো বাজারেও যথেষ্ট সমাদৃত হয়েছে। বিক্রমজিত বলেছেন, তরুণ প্রজন্ম ইউটিউবে গান শুনতে আজকাল বেশি অভ্যস্ত বলেই তাঁর গানগুলো ইউটিউবে মুক্তি পাচ্ছে। গত বছরও পুজোর মুখে তাঁর দুটি গান ইউটিউব-এ মুক্তি পেয়েছিল। বিক্রমজিত গত কয়েক বছরে বেশ কয়টি একক অনুষ্ঠানও আয়োজন করেছেন।