Barak UpdatesCultureBreaking News
পুজোর এসওপিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নেই, মুখ্যমন্ত্রীর কাছে শিলচরের শিল্পীমহল
১৯ সেপ্টেম্বর : রাজ্য সরকার আসন্ন দুর্গাপুজোর এসওপি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সবকিছুর অনুমতি থাকলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনও অনুমতি দেওয়া হয়নি। প্রাক-পুজোর এসওপিতে কোভিড বিধি মেনে সভা-সমিতি আয়োজন হলেও প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কি না, এ নিয়েও কোনও স্পষ্ট উল্লেখ করা হয়নি। ফলে পেশাদার শিল্পী, বাদ্যশিল্পী সহ লাইট-সাউন্ডের লোকদের অবস্থা দিনদিন তলানিতে গিয়ে ঠেকেছে।
এই অবস্থায় শিলচর সফরে আসা মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মাকে স্মারকপত্র দিয়ে স্থানীয় শিল্পজীবীদের জন্য অনুষ্ঠান শুরু করার কাতর আর্জি জানাল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও বরাক ভ্যালি আর্টিস্ট ফোরাম। রবিবার সকালে সার্কিট হাউসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন দুই সংগঠনের শিল্পীরা। নিজেদের দুরবস্থার কথা বয়ান করেন তারা। হিমন্তও বিষয়টি গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীকেও বিষয়টি তদ্বির করার জন্য অনুরোধ জানান শিল্পীরা।
এদিন সকালে সাংসদের বাড়ি গিয়ে তাঁর কাছে বিস্তারিতভাবে শিল্পীদের সমস্যার কথা তুলে ধরেন দুই সংগঠনের কর্তারা। পুজো বা তার আগের এসওপিতে অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কোনও উল্লেখ না থাকায়, আন-লক প্রক্রিয়াতেও কার্যতই স্তব্ধ হয়ে রয়েছে শিল্প-সংস্কৃতি জগত। গান-বাজনা-নাচ-নাটকে যাদের সংসার চলে, তাদের অবস্থা চরম শোচনীয় হয়ে পড়েছে। লাইট সাউন্ডের ওপর জীবিকা নির্বাহীদেরও একই অবস্থা। তাই কোভিড বিধি মেনেই দ্রুত ইন্ডোর-আউটডোর দুরকম অনুষ্ঠানই শুরু করানোর জন্য কাতর আর্জি জানান শিল্পীরা। সাংসদ রাজদীপ রায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্ব দিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে দুটি সংগঠনকে এই বিষয়টি ক্রমাগত তদ্বির করারও পরামর্শ প্রদান করেন। এদিন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ নির্মাণে আরও জোর দেওয়ার দাবিও জানানো হয় সাংসদের কাছে।
কোভিড বিধির কথা মাথায় রেখে দুই সংগঠন থেকে খুব অল্প সংখ্যক প্রতিনিধিই দেখা করেন সাংসদ, বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন অজয়কুমার রায়, সুজিত দাস ফুলু, দিলীপ সিনহা, অনুপ আচার্য, পরিমল পুরকায়স্থ ও সায়ন বিশ্বাস।